চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার হিলভিউ এলাকা থেকে ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তলসহ ১০টি ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে। সোমবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সাব্বির হোসেন শাওন, মোঃ ইমরান, মোঃ নজরুল, ইসমাইল উদ্দিন আকাশ, মোঃ হাসান, মোঃ সজিব, ইয়াসিন রায়হান হৃদয়, মো. রমজান, শাকিল হোসেন রনি, মো. হাবিব, মো. রাসেল, ইমরান হোসেন, মো. ইমন, আরিফুল ইসলাম, মো. মানিক, মো. সুমন ও মনির হোসেন।
বায়েজিদ বোস্তামী থানার ওসি সঞ্জয় কুমার সিনহা বলেন, বার্মা কলোনীর মুখে গ্রেফতারকৃতরা এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়েছে। এছাড়াও স্থানীয় কাউন্সিলরসহ স্থানীয়দের উপর এলোপাতাড়ি ইট, পাটকেল মেরে আহত করেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় মাদক, অস্ত্র, চুরি ও গণধর্ষণ মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/এএম