চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সরেঙ্গা থেকে গভীর সাগরে মাছ ধরতে গিয়ে বঙ্গোপসাগরে নিখোঁজ ১৫ জেলেকে উদ্ধার করা হয়েছে। রবিবার রাতে তাদেরকে মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজে করে বাংলাদেশে পাঠানো হয়েছে।
সেন্টমার্টিন কোস্ট গার্ড জানায়, মিয়ানমার নৌবাহিনী জাহাজ নিখোঁজ জেলেদের বাংলাদেশের একটি জাহাজে তুলে দেয়। এরপর ওই জাহাজটি নিখোঁজ জেলেদের আমাদের কাছে পৌঁছে দেয়। পরে তাদেরকে রাতেই ছেড়ে দেওয়া হয়। তারা নিজেদের মতো করে বাড়ি চলে গেছেন।
গত ৩ জানুয়ারি গহিরা উপকূল থেকে মাছ ধরতে সাগরে যায় ‘মা-মণি’ নামের একটি ফিশিং ট্রলার। ট্রলারে ছিলেন ১৫ জেলে। ৪ জানুয়ারি ইঞ্জিন শ্যাফট ভেঙে তাদের ট্রলার বিকল হয়ে যায়। এরপর দশদিন বোটটির কোনো খবর পাওয়া যাচ্ছিল না। রবিবার মিয়ানমারের একটি ফিশিং ট্রলার সাগরে ভাসমান বিকল বোটটি দেখতে পায় এবং বোটটিকে টেনে মিয়ানমার-বাংলাদেশ জলসীমায় নিয়ে যায়।
বিডি প্রতিদিন/এএম