চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় একটি স্কুলের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে জাফর ইকবাল জসিম (৩২) নামে ওই স্কুলের শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত শিক্ষক জাফর ইকবাল জসিম নোয়াখালীর চাটখিল থানার বনাসা বাজারের মৃত জাকারিয়ার সন্তান। রবিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
পতেঙ্গা থানার ওসি কবিরুল ইসলাম বলেন, গত চার মাস ধরে পতেঙ্গা হাউজিং কলোনি এলাকায় চট্টগ্রাম বিজ্ঞান স্কুলের ২য় তলায় স্কুলের আবাসিকের বিশ্রাম কক্ষে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে আসছে। এ ঘটনা শিশুটির মা জানার পরে থানায় মামলা দায়ের করেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম