চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার কর্ণেলহাট এলাকায় ওভার ব্রিজের নীচে দ্রুতগতির একটি বাসের ধাক্কায় পরীজান বিবি (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি কর্নেল হাটের মকিম তালুকদার বাড়ির ওয়াহিদ উল্লাহর স্ত্রী। সোমবার ভোরে এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাতি জায়েদ আহমেদ বলেন, আমি নানিকে আনতে গিয়েছিলাম। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির বাস এসে তাকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে নানিকে নিয়ে চমেক হাসপাতালে গেলে ডাক্তাররা মৃত ঘোষণা করেন।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম বলেন, রাস্তা পার হতে গিয়ে আহত ওই নারীকে চমেক হাসপাতালে নিয়ে এলে এখানকার দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালে রয়েছে।
বিডি প্রতিদিন/এএম