চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে আগামী ৯ ফেব্রুয়ারি চট্টগ্রামে শুরু হবে অমর একুশে বইমেলা। রবিবার চসিক সম্মেলন কক্ষে মেলার প্রস্তুতি সভায় এই তথ্য জানান মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী। ২৩ দিনব্যাপী এই বইমেলার স্থান এখনো চূড়ান্ত হয়নি। তবে সিআরবি শিরীষতলা বা এমএ আজিজ স্টেডিয়ামের পুরাতন সার্কিট হাউজের সামনের চত্বরে মেলা অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন মেয়র।
প্রস্তুতি সভায় মেয়র বলেন, ‘অমর একুশে বইমেলা আমাদের গুরুত্বপূর্ণ ঐতিহ্য। এই মেলার জন্য সুনির্দিষ্ট স্থান নির্বাচন করা জরুরি। আমি মনে করি সিআরবি শিরীষতলাতে স্থায়ীভাবে থাকবে। আমরা যদি বইমেলা এবার শিরীষতলায় করতে পারি তাহলে স্থায়ীভাবে প্রতিবছর বইমেলা ওখানে করার একটা সুযোগ তৈরি হবে।’
মেয়র রেজাউল বলেন, ‘বইমেলার যে উপ-কমিটিগুলো গঠন করা হবে তারা আন্তরিকভাবে কাজ করলেই বইমেলা সফল হবে বলে আমি মনে করি। বইমেলা সফল করতে প্রয়োজন সমন্বিত প্রয়াস, কেউ ইগোতে ভুগলে মেলা সফল করা যাবে না।’
চসিক শিক্ষা স্ট্যান্ডিং কমিটি সভাপতি কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জুর সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, বেগম আফরোজা কালাম, সমাজকল্যাণ স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর আবদুস সালাম মাসুম, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, আতাউল্লাহ চৌধুরী, চসিক সচিব খালেদ মাহমুদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এএম