চট্টগ্রামের টিকা দান কেন্দ্রগুলোতে নিউমোনিয়া প্রতিরোধের টিকার সংকট দেখা দিয়েছে। টিকা সংকটে অভিভাবকরা টিকা কেন্দ্রে গিয়ে সন্তানকে টিকা না দিয়ে ফিরে যাচ্ছেন। নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন (পিসিভি) নামের এই টিকা সাধারণত শিশুর জন্মের ছয় সপ্তাহ পর দিতে হয়। তবে শনিবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে পিসিভি টিকার একটি চালান দেশে আসার কথা রয়েছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।
গত এক সপ্তাহে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল টিকা দান কেন্দ্রে সন্তানকে নিউমোনিয়ার টিকা দিতে গিয়ে দুইবার ফিরে এসেছেন আতিক শাহ নামের এক অভিভাবক। তিনি বলেন, ‘প্রতিবারই হাসপাতালের টিকা কেন্দ্র থেকে বলেছে, টিকা শেষ আজকালের মধ্যে আসবে। প্রথমবার এরকম বলার তিনদিন পর দ্বিতীয়বার যাই। তখনো বলে একই কথা।’
চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ইপিআই কর্মসূচির আওতায় সরকার বিনামূল্যে শিশুদের জন্মের পর ২৩ মাস বয়সের মধ্যে ১০টি রোগের প্রতিষেধক হিসেবে শিশুদের টিকা দিয়ে থাকে। এরমধ্যে নিউমোনিয়ার প্রতিষেধক হিসেবে শিশুর জন্মের ৬, ১০ ও ১৪ সপ্তাহের সময় পিসিভি টিকা দেওয়া হয়। গত দেড় মাস ধরে এই টিকার সংকট দেখা দিয়েছে।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) কর্মকর্তা জয়নব বেগম জানান, শুধু চট্টগ্রামে নয়, সারাদেশেই পিসিভি টিকার সংকট রয়েছে। তবে যেসব জেলার জনসংখ্যা আনুপাতিক হারে কম সেখানে সংকট থাকার কথা নয়। এগুলো অন্য দেশ থেকে আমদানি করতে হয়। আজ রাতে একটি চালান ঢাকায় আসার কথা রয়েছে। চালানটি আসলে দুই তিনদিনের মধ্যে এই সংকট কেটে যাবে।
বিডি প্রতিদিন/হিমেল