চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় গাছ থেকে পড়ে নজরুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বাকখালী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নজরুল স্থানীয় বাসিন্দা।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন জানান, নজরুল দিনমজুর ছিলেন। সকালে গ্রামের অন্য একজনের গাছ কাটতে উপরে উঠে। গাছের কিছু ডাল কাটার পর হঠাৎ অসুস্থ বোধ করে তিনি গাছ থেকে পড়ে যান। এসময় অচেতন হয়ে পড়লে স্থানীয়রা দ্রæত উদ্ধার করে তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএম