চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, বিএনপিসহ আজ যারা এক দফার নামে সরকার পতনের আন্দোলন করেছিলেন তারা মূলত বাংলাদেশকে ধ্বংসের জন্য এক দফা দিয়েছে। এই এক দফার কবর রচিত হয়েছে। বৃহস্পতিবার প্রয়াত আওয়ামী লীগ নেতা এম.এ.আজিজের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর আওয়ামী লীগের স্মরণসভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় যায় তখন এই দলটিকে ধাক্কা দেওয়ার জন্য দেশী-বিদেশী ষড়যন্ত্র শুরু হয়। অতীতে হয়েছে এমনকি বঙ্গবন্ধু হত্যার পেছনেও দলের কিছু কুচক্রীরা প্রত্যক্ষভাবে জড়িত ছিল। শেখ হাসিনা পঞ্চম বারের মত রাষ্ট্রীয় ক্ষমতায়। তিনি যেন বঙ্গবন্ধুর আরাধ্য সোনার বাংলা এবং এই দেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করতে পারেন সেজন্য আমাদেরকে তৃণমূল থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, বাংলাদেশ জাতীয় পরিষদ সদস্য নঈম উদ্দিন চৌধুরী, উপদেষ্টা এ কে এম বেলায়েত হোসেন, আলহাজ্ব শফর আলী, সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাজী মো: হোসেন, নির্বাহী সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন খোকা, রেজাউল করিম কায়সার, জানে আলম, আবদুল মান্নান, নাজিমুল ইসলাম মজুমদার, হারুনুর রশিদ, জাকারিয়া দস্তগীর। উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার বিজয় কুমার চৌধুরী, যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন, অধ্যাপক মো: ইসমাইল, হাজী মো: হাসান, মো: রিদুওয়ান, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু।
বিডি প্রতিদিন/এএম