চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের প্রশাসনিক ভবনের নিচ তলা থেকে দিলীপ বড়ুয়া (১৮) নামের এক দালালকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দিলীপের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার সুকবিলাশ বাটা পাহাড় এলাকায়। তিনি নগরের অক্সিজেনের রউফাবাদ এলাকার মমিন সাহেবের বাড়ীতে ভাড়া বাসায় থাকেন।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক বলেন, দুপুরে হাসপাতালের প্রশাসনিক ভবনের নিচ তলা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার পর আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম