চট্টগ্রামের রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নে বিষপানে রিজিয়া বেগম (৪০) নামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে উত্তর হলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
রিজিয়া বেগম স্থানীয় চানতলির বাড়ির আবুধাবি প্রবাসী জালাল মিয়ার স্ত্রী। এই দম্পতির দুই ছেলে সন্তান রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য সবুজ বড়ুয়া জানান, দুই ছেলে মিজান ও মিরাজ দুপুর সাড়ে ১২টার দিকে ভোটকেন্দ্রে যাওয়ার পর বসতঘরে বিষপান করেন রিজিয়া বেগম। দুপুরে তারা বাড়ি ফিরলে মাকে বমি করতে দেখে। পরে তাকে গহিরা জে.কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পর বিকেল ৫টার দিকে রিজিয়া মারা যান।
রাউজান থানার ওসি জাহিদ হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের পর ঘটনার কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/এমআই