শুক্রবার পাঁচ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দের পর আজ শনিবার সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে আরও ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। তবে এ সময় চোরাচালানের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র জানায়, ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন সিলেট ও সুনামগঞ্জের বাংলাবাজার, শ্রীপুর, সোনারহাট, সংগ্রাম, প্রতাপপুর, পান্থুমাই, তামাবিল, নোয়াকোট, কালাসাদেক, কালাইরাগ ও পাথর কোয়ারি বিওপির টহল দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ডালিম, কমলা, চিনি, কসমেটিকস, সানগ্লাস, চকলেট, শেভিং ব্লেড ও শীতের কম্বল জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে জব্দ করা হয় শিং মাছ। জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ২ কোটি ৭ লাথ ৫০ হাজার ৬২৫ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালন রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/জামশেদ