আমার এক ছোট ভাই বলল, ভেজাল নিয়ে যতই নেগেটিভ কথাবার্তা হোক, দেশে ভেজাল আছে বলেই আমার মতো ছেলেদের জীবন বাঁচে। নইলে যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে যে কোনো সময়। আমি বললাম, সেটা কীরকম? ছোট ভাই বলল, তাহলে ঘটনাটাই বলি। প্রেমিকার পাড়ায় গেলাম ডেটিং করার জন্য। হঠাৎ প্রেমিকার বড় ভাই আমার ওপর অ্যাটাক করলেন। অ্যাটাক করলেন বলতে অ্যাটাক করার চেষ্টা করলেন। আমি দিলাম ঝেড়ে দৌড়। তিনি তখন করলেন কী, হাতের কাছে একটা ইট পেয়েছিলেন, সেটা আমার দিকে ছুড়ে মারলেন। তো আমি যখন দেখলাম ইটটা আমার দিকে তেড়ে আসছে, আমি তো ভয়ে অজ্ঞান হওয়ার দশা। এই বুঝি শেষ। কিন্তু না, যেই ইটটা আমার গায়ে লাগল, বেশ আরাম পেলাম মনে হলো। পরে দেখলাম ইটটা ভেঙে গুঁড়ো হয়ে ঝুরঝুরে অবস্থায় পড়ে গেল। কী ব্যাপার, এমন হলো কেন? খোঁজ নিয়ে জানতে পারলাম, যে কোম্পানির ইট, তারা ভেজাল জিনিস দিয়ে ইট বানায়। আমার তখন মনে হলো কীটনাশকটাও যাতে ভেজালে ভরপুর থাকে। কারণ, প্রেমিকাকে ভয় দেখানোর জন্য, আমার প্রতি তাঁর প্রেম বাড়ানোর জন্য মাঝে মধ্যে আমাকে কীটনাশক খাওয়ার হুমকি দিতে হয়। কীটনাশকে ভেজাল আছে বলেই তো এই হুমকিটা দিই। আমার ওই ছোট ভাই, যার কথা শুরুতে বললাম, তার সঙ্গে ওই দিন আবার দেখা। কথায় কথায় সে বলল, আজকাল ফলমূলেও যে পরিমাণ ভেজাল থাকে, সত্যিই হতাশ হওয়ার মতো। তবে আশার কথা হলো, ভেজালের কারণে এক ফলের মধ্যে আরেক ফলের ফ্লেভার পাওয়া যাচ্ছে। আমি বললাম, এটা আবার কী রকম? ছোট ভাই বলল, না, মানে ওইদিন চালতা খুঁজতে খুঁজতে আমার জান যখন প্রায় কাবার, তখন হতাশ হয়ে বাড়ি চলে আসলাম। তখন পথে পেয়ারা পেয়েছিলাম, ভাবলাম এক কেজি কিনে নিয়ে যাই। কিনলাম। ওমা, পরে দেখি পেয়ারাতেই চালতার ফ্লেভার আছে। কী যে টক! আমি বললাম, কোনো কোনো পেয়ারায় কিন্তু আরেকটা ফলের ফ্লেভার থাকে। কোনটা জানিস? পানিফল। খেতে পানির মতো লাগে তো! লবণ মরিচ মেশালেও স্বাদ লাগে না। ওই প্রতিবেশীর আরেকটা ঘটনা দিয়ে শেষ করা যাক। কথায় কথায় তিনি বললেন, আজকাল সব খাবারে ভেজাল। কী যে করি! এ জন্য ভুঁড়ি হয়ে যাচ্ছে। আমি অবাক হয়ে বললাম, ভেজাল খাবারে পেট খারাপ হয় জানি। ভুঁড়ি হয়, তা তো জানি না। প্রতিবেশী বললেন, হয় হয়, ভুঁড়ি হয়। আসলে হয়েছে কী, চারদিকে এত ভেজাল খাবার, এ জন্য কোনটা আসল, সেটা বাছতে গিয়ে একটার পর একটা খাবার খেতেই থাকি। আর এই বেশি বেশি খাওয়ার কারণে পেটের ওপর একটু চাপ পড়ে যায় আরকি। তারপর... না, মানে এমনিতে কিন্তু আমি বেশি খাই না। ভেজালের জগতে আসল বাছতে গিয়ে একটু খাওয়া পড়ে আরকি।
শিরোনাম
- ইউনূস-মোদি বৈঠক বাংলাদেশের জন্য ইতিবাচক : গোলাম পরওয়ার
- গণহত্যার দায়ে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা হোক : সালাউদ্দিন আহমেদ
- মার্কিন শুল্কারোপ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই : খলিলুর রহমান
- পাঞ্জাবকে বড় ব্যবধানে হারালো রাজস্থান
- চেন্নাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে দিল্লি
- মিডিয়া সংস্কারে কার স্বার্থে একচোখা সুপারিশ
- গাজীপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
- শাহবাগে ফুলের দোকানের আগুন নিয়ন্ত্রণে
- শাহবাগে ফুলের দোকানে আগুন
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত ইয়াসিনের পরিবারের পাশে তারেক রহমান
- শুল্ক ইস্যুতে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা
- ইসরায়েলের বিরুদ্ধে মুসলিমদের জিহাদের আহ্বান জানিয়ে ফতোয়া জারি
- যথাসময়ে আমরা নির্বাচন আদায় করে নেব : ইশরাক
- শরীরে একাধিক কোপ, ডোবা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
- অক্টোবরেই অচল ২৪ কোটি কম্পিউটার, বিকল্প কী?
- যৌন হেনস্তার অভিযোগে ‘স্কুইড গেম’ তারকার সাজা
- বিমসটেক শীর্ষ সম্মেলনে যেসব সিদ্ধান্ত গৃহীত
- মুক্তাগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
- মেক্সিকোতে প্রথম এইচ৫এন১ বার্ড ফ্লু রোগী শনাক্ত
- ধর্ষণের শিকার জমজ দুই বোনকে আইনি সহায়তা প্রদানের দায়িত্ব নিলেন তারেক রহমান
ভেজালের জালে আটকা
ইকবাল খন্দকার
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর