নতুন বছরের কাউন্টডাউন শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। শনিবার পুরো দিনটাই পড়ে রয়েছে ইংরেজি নববর্ষকে আহ্বান জানানোর জন্য। আসল কাউন্টডাউন যদিও শুরু হবে শনিবার মাঝরাতের কিছু আগে থেকে। ‘টেন... নাইন... এইট......... টু... ওয়ান’।
কিন্তু এ বছর কাউন্টডাউন ওয়ান এ কিন্তু শেষ হবে না। কারণ বৈজ্ঞানিকদের মতে মাঝরাতের আগেই একটি সেকেন্ড যোগ হয়ে যাবে পৃথিবীর ঘড়ির সঙ্গে। যদিও আমরা তা বুঝতেই পারব না।
পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণ করার সময় বেড়ে গিয়েছে বিভিন্ন কারণে। সেই হিসেব অনুযায়ী, প্রয়োজন মত এক সেকেন্ড করে যোগ হয় ‘ইউটিসি’ বা ‘কোঅর্ডিনেটেড ইউনিভার্সাল টাইম’-এর সঙ্গে। ১৯৭২ সাল থেকে এমন ভাবেই ‘লিপ সেকেন্ড’ যোগ হয়ে চলেছে পৃথিবীর ঘড়ির সঙ্গে। এ যাবৎ ২৬ লিপ সেকেন্ড যোগ হয়েছে। শেষবার যোগ হয়েছিল ২০১৫ সালের ৩০ জুন, রাত ২৩:৫৯:৬০ এর সময়।
বিডি প্রতিদিন/ ৩১ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-৮