২০১৬ সালেও পাইরেসিতে নিজেদের শীর্ষস্থান ধরে রাখলো জনপ্রিয় টিভি সিরিজ গেইম অফ থ্রোনস। টরেন্ট ক্লায়েন্ট বিটটরেন্ট-এর তথ্য মতে, বিগত পাঁচ বছর ধরেই পাইরেসিতে শীর্ষে রয়েছে এই ড্রামা সিরিজটি।
জানা গেছে, সিরিজটির সিজন ৬ শেষে এটির টরেন্ট অনলাইনে শেয়ার হয়েছে সাড়ে তিন লাখ। এই পাইরেসি তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ‘দ্য ওয়াকিং ডেড’।
ট্ররেন্টফ্রিক জানিয়েছে, “ডাউনলোডের মানও বাড়ছে, কারণ টিভি এবং ফোনে এইচডি পর্দা এখন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে অনেক গ্রাহকই ৪৮০পি থেকে ৭২০পি এবং ১০৮০পি ভিডিওতে সরে গেছেন, ভালো ব্রডব্যান্ডের উপস্থিতির কারণেই তা হয়েছে”
বিডি-প্রতিদিন/ ২৮ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-৬