আগামী ১২ অক্টোবর ফেরারির নির্মিত সেরা ৬০টি গাড়ি বেভারলি হিলসে রাস্তায় ঝড় তুলবে। যুক্তরাষ্ট্রের বাজারে ৬০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ চমক দিতে যাচ্ছে ইতালিয়ান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফেরারি।
ফেরারি বিদায়ী চেয়ারম্যান লুকা ডি মন্টেজেমলুর বরাত দিয়ে এক খবরে অটো এক্সপ্রেস জানিয়েছে, এ চমক হতে যাচ্ছে এমন এক বিশেষ গাড়ি। আর এর শুধু ১০টি নির্মাণ করা হবে। তবে গাড়িটি সম্পর্কে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
আগামী ১২ অক্টোবর লস অ্যাঞ্জেলস অনুষ্ঠেয় ‘রেস থ্রু দ্য ডিকেডস ১৯৫৪-২০১৪’তে প্রদর্শিত হবে গাড়িগুলো।
বিডি-প্রতিদিন/০৭ অক্টোবর ২০১৪/ শরীফ/ আহমেদ