অ্যান্ড্রয়েডের নতুন অপারেটিং সিস্টেমটিকে 'এল' কোড নামে আগেই অভিহিত করেছে গুগল। আর সম্প্রতি গুগল ১৬তম জন্মদিন পালন উপলক্ষে একটি ছবি প্রকাশ করেছে, যেখানে কেকের ওপর মোমবাতির পরিবর্তে সাজানো হয়েছে ললিপপ। ফলে অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণটির নাম 'ললিপপ' রাখা হবে বলেই প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন।
প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, গুগল সাধারণত অক্ষর মিলিয়ে অপারেটিং সিস্টেমের নাম রাখে। সে হিসেবে অ্যান্ড্রয়েড আইসক্রিম স্যান্ডউইচ, জেলি বিন ও সর্বশেষ কিটক্যাট অপারেটিং সিস্টেমের পর পরবর্তী অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটির ‘ললিপপ’ নামটিই আসছে।
অ্যান্ড্রয়েডের নতুন অপারেটিং সিস্টেমটিতে উন্নত নিরাপত্তা ও কণ্ঠস্বর শনাক্তকরণ প্রযুক্তি থাকবে বলে জানা গেছে। আগামী মাসের শুরুতে অ্যান্ড্রয়েড ললিপপ উন্মুক্ত করতে পারে গুগল।
তথ্যসূত্র : টেক রাডার
বিডি-প্রতিদিন/০৪ অক্টোবর ২০১৪/ আহমেদ