'লেনোভো ভাইব জেড টু প্রো' নামে অত্যাধুনিক ফ্যাবলেট বাজারে আনছে লেনোভো। এটি অনলাইনে কেনা যাবে অক্টোবরের ৬ তারিখ থেকে।
কালো, সোনালী ও টাইটেনিয়াম এই তিনটি রঙের ফ্যাবলেট পাওয়া যাবে। ৬ ইঞ্চি কোয়াড এইচডি ডিসপ্লে (১৪৪০x ২৫৬০ পিক্সেল) আছে নতুন এ ফ্যাবলেটে। অ্যানড্রয়েডের ৪.৪ কিটক্যাট ভার্সান (ডুয়েল সিম) ও কোয়ালকম স্নাপড্রাগন ৮০১ ২.৫ গিগাহার্জ প্রসেসর ও ৩ জিবি র্যামের সুবিধাও পাওয়া যাবে।
আরও থাকছে ফোর কে ভিডিও রেকডিংয়ের ব্যবস্থা। ডুয়েল এলইডি ফ্লাস, ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও থাকছে। এতে ৩২ জিবি অন্তর্বর্তী মেমোরি, এনএফসি সংযোগের সুবিধা, ৪০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।
বিডি-প্রতিদিন/২ অক্টোবর, ২০১৪/জান্নাত