মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল সম্প্রতি 'অ্যাপল পে' নামের একটি বিশেষ অর্থ লেনদেন সেবার উদ্বোধন করেছে। এ সেবা ব্যবহারের ফলে গ্রাহককে কোনো ই-কমার্স প্রতিষ্ঠান থেকে পণ্য কিনতে ক্যাশ বা ক্রেডিট কার্ড ব্যবহার করতে হবে না। ফোনের মাধ্যমেই সব লেনদেন সম্পন্ন করতে পারবেন গ্রাহক। অ্যাপলের এ অর্থ লেনদেন সেবা খুব সহজে প্রসারিত হবে বলে ধারণা করা হচ্ছে।
কোনো ব্যক্তির কাছে যদি অ্যাপল ডিভাইস ও ক্রেডিট কার্ড থাকে, তাহলে তার পক্ষে অর্থ লেনদেনের ক্ষেত্রে ক্রেডিট কার্ড ব্যবহারের পরিবর্তে অ্যাপলের সেবাটি ব্যবহার করা তুলনামূলক সহজ হবে। এতে ক্রেডিট কার্ডের ব্যবহার ক্রমেই হ্রাস পাবে।
বিশ্বব্যাপী সাইবার হামলার পরিমাণ দিন দিন বাড়ছে। আর অ্যাপল তাদের 'অ্যাপল' পে সেবাটির নিরাপত্তা ব্যবস্থা অনেকখানি সুরক্ষিত করেছে। ফলে সাইবার অপরাধীরা খুব সহজে এ অর্থ লেনদেন ব্যবস্থায় হানা দিতে পারবে না। অ্যাপলের শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থাটি গ্রাহকদের অ্যাপল পে ব্যবহারে আগ্রহী করে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিডি-প্রতিদিন/ ২ অক্টোবর, ২০১৪/ রশিদা