জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান ফুডপান্ডার সঙ্গে ব্রাজিলিয়ান খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এনট্রেগারের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে ব্রাজিলের জনগণের কাছে এখন খুব সহজেই ফুডপান্ডা তাদের সেবা পৌঁছে দিতে পারবে।
এখন থেকে ইন্টারনেট ব্যবহারকারীরা ফুডপান্ডার অ্যাপস ও ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে ব্রাজিলের ৩০টিরও বেশি শহরের প্রায় ২০০০ রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার দিতে পারবেন। আর এনট্রেগা ফুডপান্ডার পক্ষ থেকে ব্রাজিলের জনগণের কাছে খাবার পৌঁছে দিবে।
উল্লেখ্য, ফুডপান্ডা ২০১৩ সালে ব্রাজিলে তাদের কার্যক্রম শুরু করে। ইউরোপ, এশিয়া আফ্রিকাসহ বিশ্বের ৩০টিরও বেশি দেশে ফুডপান্ডার কার্যক্রম রয়েছে। www.foodpanda.com.bd সাইটে গিয়ে ফুডপান্ডা সম্পর্কে বিস্তারিত তথ্য এবং অর্ডার দেয়ার নিয়মকানুন জানা যাবে। বাংলাদেশ ছাড়াও ভারত, আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, রাশিয়াসহ পৃথিবীর ৪৬টি দেশে সেবা দিচ্ছে জার্মানির প্রতিষ্ঠান ফুডপান্ডা।
বিডি-প্রতিদিন/ ২৫ সেপ্টেম্বর, ২০১৪/ রাসেল/ রশিদা