পবিত্র ঈদুল আজহা ও দুর্গাপূজায় ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার, সাভার বাসস্ট্যান্ড, নবীনগর, ধামরাই এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়া, বাইপাইল, কবীরপুর ও চন্দ্রায় আইপি (ইন্টারনেট প্রটোকল) ক্যামেরা বসানো হয়েছে।
গতকাল বুধবার দুপুর থেকে নিরাপত্তাহীন মহাসড়ককে আরও নিরাপদ করতেই নিবিড়ভাবে এ ধরনের নজরদারীর আনুষ্ঠানিক কার্যক্রম চালু হয়েছে। সুইচ টিপে ঢাকা জেলা পুলিশের উদ্যোগে আশুলিয়ার বাইপাইল পুলিশ বক্সে এ কার্যক্রমের উদ্বোধন করেছেন পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার।
উদ্বোধন শেষে হাসান মাহমুদ খন্দকার সাংবাদিকদের জানান, আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও নিবিঘ্ন যাতায়াতের লক্ষ্যে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল ও কুমিল্লা জেলার সড়ক-মহাসড়কগুলোর ট্রাফিক ব্যবস্থাপনা কেন্দ্রীয়ভাবে মনিটরিংয়ের লক্ষ্যে এ সকল সড়ক-মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ইন্টারনেট প্রোটকল (আইপি) ক্যামেরা স্থাপন করা হয়েছে।
তিনি আরও বলেন, যখন মহাসড়কে গাড়ির চাপ বেড়ে যায়, পথচারীর সংখ্যা বেড়ে যায়, ঠিক সেই মুহূর্তে আমরা প্রযুক্তি নিভর হওয়ার চেষ্টা করছি। কারণ প্রযুক্তির ব্যবহার করে আমরা আমাদের প্রতিবন্ধকতাগুলো অনেকাংশে কমিয়ে আনতে পারব।
ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, ঢাকা জেলার উত্তরাঞ্চলের ৪টি প্রবেশ দ্বারসহ গুরুত্বপূর্ণ ১৬টি পয়েন্টে ইন্টারনেট প্রোটোকল ক্যামেরা (আইপি) বসানো আছে। পর্যায়ক্রমে এ ধরনের ক্যামেরার সংখ্যা ভবিষ্যতে আরও বাড়ানো হবে। ঈদ ও পূজায় ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আইপি ক্যামেরা স্থাপন করা হলেও বছর জুড়েই তা চলবে।
তিনি আরও বলেন, ক্লোজ সার্কিট ক্যামেরার মতোই নিবির পর্যবেক্ষণে থাকা এসব ক্যামেরার বৈশিষ্ট হচ্ছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা যেখানেই থাকুন না কেন অফিসে বসে কিংবা চলন্ত অবস্থায় মোবাইল ফোনেই দেখতে পাবেন সড়কের পরিস্থিতি।
বিডি-প্রতিদিন/১৫ সেপ্টেম্বর, ২০১৪/রাসেল/মাহবুব