২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের মূলপর্বে খেলার জন্য আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। লিওনেল মেসি, পাওলো দিবালা, লাউতারো মার্টিনেজকে ছাড়াই দক্ষিণ আমেরিকা অঞ্চলের লড়াইয়ে উরুগুয়ের বিপক্ষে জিতেছে দলটি। খুলিয়ান আলবারেস, থিয়াগো আলমাদা, গিউলিয়ানো সিমিওন হতাশ করেননি কোচ লিওনেল স্কালোনিকে। তার দল আগেও প্রমাণ দিয়েছে, তারা আর ব্যক্তিনির্ভর নয়। দলগত প্রচেষ্টাতেই আরও একটা গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেল তারা। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারায় নীল-সাদার দল। ২৪ বছর বয়সি থিয়াগো আলমাদারের একমাত্র গোলে জয় পায় আর্জেন্টিনা। আর মাত্র ১ পয়েন্ট পেলেই বিশ্বকাপে খেলা নিশ্চিত মেসিদের। অর্থাৎ ব্রাজিলের বিপক্ষে হার এড়াতে পারলেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত। আবার বলিভিয়া ঘরের মাঠে উরুগুয়ের বিপক্ষে জিততে ব্যর্থ হলেও বিশ্বকাপে উঠে যাবে মেসিরা। ফলে কোচ স্কালোনির সামনে এখন বড় চ্যালেঞ্জ ব্রাজিল। যদিও এবারের বাছাইপর্বে প্রথম দেখায়, ২০২৩ সালের নভেম্বরে ব্রাজিলকে তাদের মাঠেই ১-০ গোলে হারিয়েছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। ফিরতি লেগে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে বুধবার ঘরের মাঠে খেলবে স্কালোনির দল। এদিকে ভুগতে থাকলেও ছন্দে ফিরেছে ব্রাজিল। নিজেদের প্রথম ম্যাচে কলম্বিয়াকে ১-২ গোলে হারিয়েছে সেলেকাওরা। এদিকে কলম্বিয়ার ম্যাচে মাথায় আঘাত পান ৩২ বছর বয়সি ব্রাজিলিয়ান গোলকিপার এলিসন। ফিফার কনকাসন প্রোটোকল অনুযায়ী তিনি ৭৮ মিনিটে মাঠ ছেড়ে যান। এ কারণেই আর্জেন্টিনার বিপক্ষে তিনি নামছেন না বলে নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন। কোচ স্কালোনি বলেন, ‘ব্রাজিল তো ব্রাজিলই। তারা ভয়ংকর প্রতিপক্ষ হবে। সামনের ম্যাচটি কঠিন হবে, এ ছাড়া আর কিছু বলার নেই, অসাধারণ এক প্রতিপক্ষ। দক্ষিণ আমেরিকার ১০টি দল থেকে ৬টি দল খেলবে সরাসরি। অন্যটিকে খেলতে হবে প্লে-অফ। ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে ইকুয়েডর, তিনে ২১ পয়েন্ট নিয়ে ব্রাজিল, চারে উরুগুয়ে (২০), পাঁচে প্যারাগুয়ে (২০) ও ছয়ে কলম্বিয়া (১৯)।
শিরোনাম
- হাঁটুর চোটে ১৪ সপ্তাহ মাঠের বাইরে স্টোন
- পাপুয়া নিউ গিনিতে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা
- ২২ বছর পর বাংলা সিনেমায় ফিরছেন রাখী
- ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত, অভিযুক্তকে পিটিয়ে হত্যা
- নেপালে ৫.২ মাত্রার ভূমিকম্প
- আইপিএলের প্রথমবার দেখা গেল এমন কিছু
- কুমিল্লায় মসজিদ কমিটির সেক্রেটারিকে হত্যার ঘটনায় গ্রেফতার ২
- বরগুনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনির গ্রেফতার
- সেচ পাম্পে গোসল করতে যাওয়ায় কিশোরকে পিটিয়ে হত্যা
- আওয়ামী লীগের টাকার লোভে না পড়তে দলীয় নেতাদের হুঁশিয়ারি শামা ওবায়েদের
- ফ্যাসিবাদ পুনর্বাসনের প্রচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না : গোলাম পরওয়ার
- কালশী ফ্লাইওভারে গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, দুই যুবক নিহত
- মিয়ানমারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত
- দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
- হাসিনার এক মন্তব্যে সংকটে মাদারগঞ্জের সমবায় সমিতি
- এখনো ফাঁকা বন্দরনগরী
- ৫ মিলিয়ন ডলারের ‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করলেন ট্রাম্প
- ঐশ্বরিয়া আমার মেয়ে নয়, কেবল ছেলের বউ : জয়া বচ্চন
- মাদকসহ এয়ারপোর্টে আটক কানাডার অধিনায়ক
- ‘প্রয়োজনে জোটগতভাবে নির্বাচন করবে এনসিপি’