ভারত ও পাকিস্তানের মধ্যকার স্নায়ুযুদ্ধ শেষে শুরু হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। আয়োজক পাকিস্তানের পাশাপাশি তাদের তত্ত্বাবধানে সংযুক্ত আরব আমিরাতেও অনুষ্ঠিত হবে ভারতের ম্যাচগুলো। সম্প্রতি ভারত-পাকিস্তানের থেকেও বাংলাদেশ-ভারত ম্যাচে থাকে উত্তেজনা। দুই দেশের মধ্যে ক্রিকেটীয় লড়াইয়ের পাশাপাশি রাজনৈতিক লড়াইয়ের জন্য এ ম্যাচ বাড়তি মাত্রা পায়। আজ দুবাইয়ে বাংলাদেশ এবং ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে। তাই এ ম্যাচ ঘিরেও রয়েছে উন্মাদনা। তবে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন ১৫ সদস্যের টাইগার স্কোয়াডে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার অভিজ্ঞতা রয়েছে মাত্র ছয় ক্রিকেটারের। তারা হলেন- মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। তারা সবাই ২০১৭ সালে মাত্র একবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিলেন। আর টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ বাকি ৯ জন একদমই নতুন। এবারের টুর্নামেন্টের মধ্য দিয়ে তাদের অভিষেক হবে। তবে ভালো খেললে ভারতকে হারানো সম্ভব বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন শান্ত। অভিজ্ঞ মুশফিক, মাহমুদুল্লাহদের পাশাপাশি তরুণ হৃদয়, নাহিদ, তানজিমদের নিয়ে বেশ আশাবাদী টাইগার অধিনায়ক। সবশেষ ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে একবার খেলা টাইগার ক্রিকেটারদের পরিসংখ্যান অনুযায়ী, চার ম্যাচ খেলে একটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি পান মাহমুদুল্লাহ ও মুশফিক। মুশফিক চার ম্যাচ খেলে দুই হাফ সেঞ্চুরিতে করেন ১৬৩ রান। তার স্ট্রাইক রেট ছিল ৪০.৭৫ করে। সর্বোচ্চ ৭৯* রানের ইনিংস খেলেন মুশফিক। সমান ম্যাচ খেলে ৬৮.৫০ স্ট্রাইক রেটে ১৩৭ রান করেন মাহমুদুল্লাহ রিয়াদ। পান একটি সেঞ্চুরির দেখাও (১০২* রান)। ওপেনার সৌম্য সরকার চার ম্যাচে ৩৪ রান করেন। তার সর্বোচ্চ ইনিংস ছিল ২৮ রানের। অলরাউন্ডার মেহেদি মিরাজ ১টি ম্যাচ খেলে ১৪ রান ও ৪ রান খরচে ১টি মাত্র ওভার করার সুযোগ পান। এ ছাড়া দুই পেসার মুস্তাফিজ ও তাসকিনও তেমন পারফরম্যান্স করতে পারেননি। কাটার মাস্টারখ্যাত ফিজ ৪ ম্যাচে ২৯ ওভার বোলিং করে মাত্র ১টি উইকেট পান। ৬.৩১ ইকোনমিতে খরচ করেন ১৮৩ রান। টুর্নামেন্টে তার সর্বোচ্চ বোলিং ফিগার ৫২ রানে ১ উইকেট। বর্তমানে দারুণ ছন্দে থাকা তাসকিন ২ ম্যাচে ১৫ ওভারে ২টি উইকেট শিকার করেন। ৬.১৩ ইকোনমিতে খরচ করেন ৯২ রান। অন্যদিকে এবার প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন অধিনায়ক নাজমুল শান্ত, তানজিদ তামিম, জাকের আলি, তাওহিদ হৃদয়, পারভেজ ইমন, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, তানজিম সাকিব ও নাহিদ রান।
শিরোনাম
- আগৈলঝাড়ায় বসুন্ধরা শুভসংঘের মাসব্যাপী মাদকবিরোধী প্রচারণা শুরু
- বিএনপি নেতার বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ
- মেঘনা-তিতাসে অষ্টমী গঙ্গাস্নানে উপচেপড়া ভিড়
- কসবায় যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ
- সিলেটে টাকা ধার না দেওয়ায় যুবক খুন
- চট্টগ্রামে জেলেদের জালে মিলল বৃদ্ধার লাশ
- মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদীর তীরে অষ্টমী স্নান উৎসব পালিত
- লাশের গন্ধে ভারী মিয়ানমারের সাগাইংয়ের বাতাস
- এই মেয়েরাই সামনের দিনেও আমাদের পথ দেখাবে (ভিডিও)
- ফিলিস্তিনি জনগণের প্রতি পাকিস্তান সেনা কমান্ডারদের অকুণ্ঠ সমর্থন
- থানা থেকে পালিয়েও শেষ রক্ষা হলো না তরুণের
- পদ্মা নদীতে বেড়াতে গিয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু
- অতিরিক্ত গরম ও হিটস্ট্রোক
- সাত দিনের মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ, আতঙ্কে ইউক্রেনীয়রা
- বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র ভেবে ভারতকে সামনে এগোতে হবে : এ্যানি
- আপনার প্রতি শেখ হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি : ড. ইউনূসকে বলেন মোদি
- খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই : খাদ্য উপদেষ্টা
- ভারতে ওয়াকফ সংশোধনী বিল পাসে জামায়াতের নিন্দা
- ফরিদপুরে চোরের হাতে প্রাণ গেল প্রবাসীর
- ইরানে হামলার হুমকি থেকে পিছু হটলেন ট্রাম্প, সরাসরি আলোচনার প্রস্তাব
প্রথমবার খেলছেন ৯ টাইগার
আখলাকুল আম্বিয়া
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর