জমে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগের লড়াই। পয়েন্ট টেবিলের শীর্ষে উঠতে পিছপা হচ্ছে না কোনো দলই। প্রায় শেষ ল্যাপের দিকে এগোচ্ছে লিগ। লিভারপুল ও এভার্টন ছাড়া বাকিরা ২৪টি করে ম্যাচ খেলেছে। পয়েন্ট তালিকায় ওঠানামার খেলা জারি রয়েছে এখনো। কোনো একটি ম্যাচে হোঁচট খেলেই একে অপরকে টপকে যাওয়ার সুযোগ হাতছাড়া করছে না দলগুলো। গত ম্যাচে আর্সেনালের কাছে ৫ গোলে হেরে ম্যানচেস্টার সিটি নেমে গেছে পাঁচ নম্বরে। ম্যান সিটিকে পেছনে ফেলার সুযোগ হাতছাড়া করেনি চেলসি। সোমবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে চেলসি ২-১ গোলে ওয়েস্ট হ্যামকে হারিয়ে উঠে এসেছে পয়েন্ট টেবিলের চারে। তিন ও চার নম্বরে জায়গা পাওয়ার লড়াইতে আছে কমপক্ষে ৬টি দল। ম্যাচে প্রথমে জ্যারড বোয়েনের গোলে এগিয়ে যায় ওয়েস্ট হ্যাম। চেলসির হয়ে সমতা ফেরান পেদ্রো নেতো। পরে অ্যারন ওয়ান-বিসাকার আত্মঘাতী গোলে জয় পায় চেলসি। ২৩ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে লিভারপুল। দুইয়ে থাকা আর্সেনালের ২৪ ম্যাচে ৫০ পয়েন্ট। নটিংহ্যাম ফরেস্ট ৪৭ পয়েন্ট নিয়ে তিনে। ৪৩ পয়েন্ট নিয়ে চেলসি আছে চারে। পাঁচে থাকা ম্যান সিটির পয়েন্ট ৪১।