বুধবার শেষ হলো নতুন আঙ্গিকের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব। এদিনে একই সময়ে একসঙ্গে খেলতে নেমেছিল ৩৬টি দল। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এই প্রথম ঘটেছে এটি। এ ছিল চ্যাম্পিয়ন্স লিগের এক অন্যরকম রাত। বাংলাদেশিরা রাত জেগে প্রায় সব দলের খেলা দেখেছেন। দলগুলোকে শেষ ষোলোয় জায়গা পেতে হলে পয়েন্ট তালিকার শীর্ষ আটে এবং প্লে-অফের জন্য থাকতে হবে তালিকার ৯ম থেকে ২৪তম স্থানে। লিভারপুল, বার্সেলোনা, অ্যাথলেটিকো মাদ্রিদের মতো ক্লাবগুলো আগেই কোয়ালিফাই করে গিয়েছিল শেষ ষোলোয়। তাই বাকি জায়গাগুলোর জন্য নেমেছিল দলগুলো। এদের মধ্যে ইন্টার মিলান, বেয়ার লেভারকুসেনের লক্ষ্য ছিল প্রথম আটে শেষ করা। রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখের মতো দলগুলো চেয়েছিল ৯ থেকে ২৪-এর মধ্যে ওপরের দিকে থাকতে এবং তাই হলো। ঘটল না কোনো অঘটন। যাবতীয় আশঙ্কা কাটিয়ে নকআউট নিশ্চিত করেছে ম্যানচেস্টর সিটি, রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। আগামী পর্বে কার বিরুদ্ধে কে খেলবে, সেটা নির্ধারিত হবে ড্রয়ের মাধ্যমে। গ্রুপ পর্ব শেষে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। সমান পয়েন্ট হলেও গোলপার্থক্যে তিনে আর্সেনাল এবং চারে ইন্টার মিলান। ১৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে অ্যাথলেটিকো মাদ্রিদ। ছয় থেকে আটে থাকা তিনটি দলেরই ১৬ পয়েন্ট। গোলপার্থক্যের কারণে ছয়ে বেয়ার লেভারকুসেন, সাতে লিলি এবং আটে অ্যাস্টন ভিলা। এই আটটি দল সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে। অন্যদিকে নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগে ধুঁকছিল রিয়াল, বায়ার্ন ও পিএসজি। শীর্ষ আটে যেতে পারল না দলগুলো। শেষ দিনে ফুটবলপ্রেমীদের নজর ছিল তাদের দিকেই। তবে সবকিছু ছাপিয়ে শেষ ষোলোয় জায়গা পেতে প্লে-অফ নিশ্চিত করেছে বড় দলগুলো। সহজ জয় পেয়েছে তারা। রদ্রিগোর জোড়া গোলে ব্রেস্টকে ৩-০ গোলে হারিয়ে নকআউটে রিয়াল মাদ্রিদ। ১৫ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে ১৫ বারের চ্যাম্পিয়নরা। আর ঘরের মাঠে স্লোভান ব্রাতিস্লাভাকে ৩-১ গোলে হারিয়ে ১২ নম্বরে বায়ার্ন মিউনিখ। এ ছাড়া দেম্বেলের হ্যাটট্রিকে ৪-১ গোলে স্টুটগার্টকে হারিয়ে নকআউটে গেল পিএসজি। শেষ দিনে আর্নে স্লটের অধীনে এ মৌসুমে ৭ম রাউন্ড শেষে সবকটিতে জয় তুলে শীর্ষে থাকা লিভারপুল শেষ ম্যাচে পিএসভির বিপক্ষে ৩-২ গোলে হেরে বসে। শীর্ষে অবস্থান করায় এদিন মূল একাদশের খেলোয়াড়দের বিশ্রামে রেখেছিলেন ডাচ কোচ। অন্যদিকে ঘরের মাঠে আটালান্টার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে বার্সেলোনা। দুই দুইবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত জয় তুলে নিতে পারেনি হ্যান্সি ফ্লিকের কাতালান ক্লাবটি। লিভারপুল হারায় শীর্ষস্থান দখল করার সুবর্ণ সুযোগ থাকলেও ইতালিয়ানরা স্বস্তির এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে।
শিরোনাম
- গণহত্যার দায়ে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা হোক : সালাউদ্দিন আহমেদ
- মার্কিন শুল্কারোপ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই : খলিলুর রহমান
- পাঞ্জাবকে বড় ব্যবধানে হারালো রাজস্থান
- চেন্নাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে দিল্লি
- মিডিয়া সংস্কারে কার স্বার্থে একচোখা সুপারিশ
- গাজীপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
- শাহবাগে ফুলের দোকানের আগুন নিয়ন্ত্রণে
- শাহবাগে ফুলের দোকানে আগুন
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত ইয়াসিনের পরিবারের পাশে তারেক রহমান
- শুল্ক ইস্যুতে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা
- ইসরায়েলের বিরুদ্ধে মুসলিমদের জিহাদের আহ্বান জানিয়ে ফতোয়া জারি
- যথাসময়ে আমরা নির্বাচন আদায় করে নেব : ইশরাক
- শরীরে একাধিক কোপ, ডোবা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
- অক্টোবরেই অচল ২৪ কোটি কম্পিউটার, বিকল্প কী?
- যৌন হেনস্তার অভিযোগে ‘স্কুইড গেম’ তারকার সাজা
- বিমসটেক শীর্ষ সম্মেলনে যেসব সিদ্ধান্ত গৃহীত
- মুক্তাগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
- মেক্সিকোতে প্রথম এইচ৫এন১ বার্ড ফ্লু রোগী শনাক্ত
- ধর্ষণের শিকার জমজ দুই বোনকে আইনি সহায়তা প্রদানের দায়িত্ব নিলেন তারেক রহমান
- ৩২৯টি উপজেলায় হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ
চ্যাম্পিয়ন্স লিগের অন্যরকম এক রাত
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর