লজ্জা, তিরস্কার বা অপমান যাই বলি না কেন, ঘরোয়া ফুটবলে ‘ওয়ারি আইল’ এ কথাটি দেশব্যাপী সাড়া জাগিয়েছিল। ১৯৭৮ সালে ঢাকা প্রথম বিভাগ লিগে প্রথম পর্ব আগের মৌসুমে অপরাজিত চ্যাম্পিয়ন আবাহনীকে ২-০ গোলে হারিয়ে অঘটন ঘটিয়েছিল প্রাচীনতম ক্লাব ওয়ারি। ওই সময়ে ফুটবলে জনপ্রিয়তা ছিল তুঙ্গে। ওয়ারির সেই জয় শুধু ঢাকা নয়, টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছিল। আবাহনীর হারে চিরপ্রতিদ্বন্দ্বী দল মোহামেডানের সমর্থকদের উল্লাস আর দেখে কে। এরপর আবাহনীর খেলা থাকলেই প্ল্যাকার্ডে বড় অক্ষরে ‘ওয়ারি আইল’ লিখে গ্যালারিতে উপস্থিত হতো। এমনকি মোহামেডানের খেলার দিন প্রতিপক্ষ দল যখন আক্রমণে যেত তখন আবাহনীর সমর্থকরা চিৎকার দিয়ে অনুপ্রাণিত করত। মোহামেডানের সমর্থকরা যখন ওয়ারি আইল বলে পাল্টা জবাব দিত তখন আবাহনীর গ্যালারি নীরব হয়ে যেত। সেই মৌসুমে সুপার লিগেও ওয়ারি পরাজিত করেছিল আবাহনীকে। কিন্তু প্রথম পর্বের মতো হইচই হয়নি। বছর চারেক ‘ওয়ারি আইল’ কথাটি যেন ফুটবলে জনপ্রিয় তিরস্কারে পরিণত হয়েছিল। তারপরও ১৯৭৮ সালে আবাহনীর সেই হারকে লিগে বড় অঘটন বলা যাবে না। ঢাকা প্রথম বিভাগ লিগে বড় অঘটনের জন্ম দিয়েছিল ব্রাদার্স ইউনিয়ন।
১৯৭৫ সালে লিগে অভিষেক হয় গোপীবাগের ব্রাদার্স ইউনিয়নের। পেয়ারু ছাড়া দলটির অন্য খেলোয়াড়দের বড় লিগে খেলার অভিজ্ঞতা ছিল না। অথচ একেবারে তরুণ অচেনাদের নিয়ে গড়া লিগের অভিষেক ম্যাচেই আবাহনীকে ১-০ গোলে হারিয়ে সাড়া ফেলে দেয় ব্রাদার্স। প্রশ্ন উঠতে পারে হঠাৎ অঘটন ঘিরে আলোচনা কেন? কারণ এবার পেশাদার লিগে টানা আট ম্যাচ জেতার পর মোহামেডান ১-০ গোলে হেরে গেছে নিচের সারির দল ইয়ংমেন্স ফকিরেরপুলের কাছে।
৩৫ বছর আগেও লিগে ফকিরেরপুলের কাছে ১-২ গোলে হেরে যায় টানা ৭৬ ম্যাচে লিগে অপরাজিত থাকা মোহামেডান। ওই হার ক্রীড়াঙ্গনে ব্যাপক সাড়া পড়েছিল। ফুটবলে আগের সেই জনপ্রিয়তা নেই বলে এবার ফকিরেরপুলের জয়ে ততটা আলোচনা হচ্ছে না। ১৯৭৪ সালেই ঢাকার ফুটবলে সুপার লিগ চালু হয়। প্রথম পর্বে শীর্ষে থাকা ছয় ক্লাবকে নিয়ে সুপার লিগ অনুষ্ঠিত হয়। সেবার শক্তিশালী মোহামেডানের সুপার লিগে সুযোগ না পাওয়াটাও ছিল অঘটন। ১৯৭৬ সালে লিগের প্রথম পর্বে আজাদের মতো দুর্বল দলও আবাহনীকে হারায়। ১৯৮২ সালে কাগজে-কলমে মোহামেডান সেরা দল গড়লেও প্রথম ম্যাচেই ভিক্টোরিয়ার কাছে ২-০ গোলে হেরে যায়। ১৯৮৫ সালে লিগে বড় অঘটন ঘটায় আরামবাগ। সেবার সুপার লিগে ১ গোলে পিছিয়ে থেকেও ২-১-এ হারায় মোহামেডানকে। ১৯৯২ সালে দুর্বল ওয়ারির কাছে ০-১ গোলে হেরে যায় মোহামেডান।
মোহামেডান, আবাহনীর পর বসুন্ধরা কিংসই এখন ফুটবলের সবচেয়ে আলোচিত দল। লিগের অভিষেক আসর থেকেই টানা পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে তারা। তবে কোনোবারই অপরাজিত নয়। তাদের আলোচিত হারটি ছিল নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘের কাছে। আসলে লিগে অসংখ্য অঘটন রয়েছে। তবে সব-ই তো আর সাড়া জাগানোর মতো নয়।