ভোর থেকেই আধা পাকা পেঁপে গাছের ডালে
বসে আছে মাছরাঙ্গা,
তার লম্বা দুই ঠোঁটের আগায় জলের মানচিত্র।
পাশে বনমুটিয়া উচুন্টি লেবুর বাগান।
আকাশের দিকে চোখ তুলে তাকিয়ে দেখি
জলের ওপর চক্কর মারে ডোরাকাটা চিল,
জলকাক মাঝে মাঝে ডুবে যায়,
সফেদ ফেনার ঢেউয়ে ঢেউয়ে ভেসে যায়
হাঁসের ছেঁড়া শুভ্র পালক।
ঝাঁকি জালের ভিতর চূর্ণবিচূর্ণ হয় অবলা মাছের স্বপ্ন,
ধীবরের উদোম বুকে পশমের গোড়ায়
সুখের মানচিত্র আঁকে ফোঁটা ফোঁটা জলের ছবি!