বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কিছু ব্যক্তিত্ব সময়ের সীমানা অতিক্রম করে চিরভাস্বর হয়ে উঠেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তেমনই একজন নেতা, যিনি কেবল একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা নন, বরং একটি আদর্শিক আন্দোলনের পথিকৃৎ-যার নাম বাংলাদেশি জাতীয়তাবাদ। এ জাতীয়তাবাদ এমন এক চেতনার প্রতীক, যা আমাদের রাষ্ট্রীয় স্বাতন্ত্র্য, সাংস্কৃতিক বৈচিত্র্য ও সার্বভৌমত্বকে নতুন করে সংজ্ঞায়িত করেছে। মুক্তিযুদ্ধ-পরবর্তী বাংলাদেশের অস্থির রাজনৈতিক প্রেক্ষাপটে যখন জাতি বিভ্রান্তি ও দিকহীনতার মধ্য দিয়ে পথ খুঁজছিল, ঠিক তখনই জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শন একটি শক্তিশালী দিক-নির্দেশনা দেয়। এটি একদিকে যেমন বাঙালি জাতির আত্মপরিচয়কে পরিপূর্ণতা দেয়, অন্যদিকে তেমনি বৈশ্বিক রাজনীতিতে বাংলাদেশকে একটি স্বাধীন, নিরপেক্ষ ও স্বমর্যাদাসম্পন্ন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করে।
বাংলাদেশি জাতীয়তাবাদের মূল ভিত্তি হলো আঞ্চলিক ঐতিহ্য, ভাষা, ধর্মীয় সহনশীলতা ও মুক্তিযুদ্ধের চেতনার উপর ভিত্তি করে স্বকীয় জাতীয় পরিচয় গড়ে তোলা। এই আদর্শ বলিষ্ঠভাবে বলে, আমরা কেবল বাঙালি নই, আমরা বাংলাদেশি-একটি ভূখণ্ডভিত্তিক, বহুমাত্রিক জাতিসত্তা। এই স্বাতন্ত্র্যবোধ জিয়াউর রহমানের নেতৃত্বে রাষ্ট্রীয় নীতিতে প্রতিফলিত হয়-যেখানে বিদেশনীতি হোক বা শিক্ষানীতি, অর্থনীতি হোক বা প্রতিরক্ষা কৌশল-সবক্ষেত্রেই ছিল স্বকীয়তা, নিরপেক্ষতা ও দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার প্রবণতা। উদাহরণস্বরূপ, তার সময়েই ‘লুক ইস্ট পলিসি’ অনুসরণ করে বাংলাদেশ দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক গড়ে তোলে, যা পরবর্তীতে আঞ্চলিক সহযোগিতার ভিত্তি রচনা করে।
কিন্তু দুঃখজনকভাবে বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন সময়ে জাতীয়তাবাদবিরোধী শক্তি এ আদর্শকে নানাভাবে আঘাত করেছে। কখনো তা হয়েছে রাজনৈতিক বিভাজনের মাধ্যমে, আবার কখনো হয়েছে মতাদর্শগত বিকৃতির ছায়ায়। উদাহরণস্বরূপ, ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় জাতির শিকড় থেকে বিচ্যুত এক ‘নিরপেক্ষতার’ নামে জিয়াউর রহমানের আদর্শিক ভিত্তিকে কলুষিত করার অপচেষ্টা চালানো হয়। এমনকি কিছু রাজনৈতিক শক্তি তাঁর অবদানকে অস্বীকার করে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে উপস্থাপন করেছে, যা জাতির আত্মপরিচয়ে বিভ্রান্তি সৃষ্টি করেছে।
একইভাবে, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের বিতর্কিত জাতীয় নির্বাচন, যেখানে সাধারণ জনগণের ভোটাধিকার হরণ করা হয়, তা জাতীয়তাবাদী চেতনার পরিপন্থী ছিল। গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন এই আদর্শের মূল ভিত্তি হলেও, সে সময় গণতন্ত্রকে হত্যা করে একদলীয় কর্তৃত্ববাদ প্রতিষ্ঠার চেষ্টা হয়। এসব ঘটনা প্রমাণ করে জাতীয়তাবাদবিরোধী অপশক্তির কারণে রাষ্ট্রীয় অগ্রগতি ও জনগণের অধিকার মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে।
এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিগত সতেরো বছর ধরে আপসহীনভাবে গণতন্ত্র ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন চালিয়ে গেছে। নির্যাতন, মামলা, গুম, কারাবরণ-সবকিছুকে উপেক্ষা করে নেতাকর্মীরা শহীদ জিয়ার আদর্শে অবিচল থেকেছে। এ সংগ্রাম কেবল একটি দলের নয়, এটি একটি আদর্শিক যুদ্ধ-একটি রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গিকে রক্ষা করার লড়াই।
২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার নেতৃত্বে যে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে, তা ছিল এই দীর্ঘ সংগ্রামের ফসল। শত বাধা সত্ত্বেও দেশের বিভিন্ন প্রান্তে তরুণ-যুবকেরা ‘স্বাধীনতা মানে ভোটের অধিকার’ ও ‘বাংলাদেশি জাতীয়তাবাদ মানে গণমানুষের রাষ্ট্র’ এই স্লোগান নিয়ে রাজপথে নামে। রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে এ প্রতিরোধ ইতিহাসের আরেকটি মাইলফলক হয়ে দাঁড়ায়।
বিশেষ করে ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে বৈষম্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বিচারহীনতার সংস্কৃতি-এসবের বিরুদ্ধে মানুষের ক্ষোভ বিস্ফোরিত হয়। বিএনপি এ সময়ে কেবল একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, বরং জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিনিধিতে পরিণত হয়। এ গণঅভ্যুত্থান শুধুমাত্র সরকারের নীতির বিরুদ্ধে ছিল না, বরং এটি ছিল জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদকে নতুন প্রজন্মের মধ্যে আরও গভীরভাবে প্রোথিত করার এক ঐতিহাসিক মুহূর্ত।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বাংলাদেশি জাতীয়তাবাদের বীজ বপন করেছিলেন, তা আজ একটি মহিরুহে পরিণত হয়েছে। এই আদর্শ আমাদের জাতীয় জীবনে নৈতিকতা, আত্মমর্যাদা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক চেতনার প্রতীক। যদিও সময় সময় বিরুদ্ধ শক্তি এ আদর্শকে ক্ষুণ্ণ করতে চেয়েছে, তবুও জনগণ ও তরুণ প্রজন্মের প্রত্যয়ে তা বারবার পুনর্জাগরিত হয়েছে।
২০২৪ সালের গণঅভ্যুত্থান সেই পুনর্জাগরণের সর্বশেষ সাক্ষ্য-যেখানে ছাত্র-জনতা বুক চিতিয়ে বলেছে, ‘আমরা বাংলাদেশি এবং এ পরিচয়ে আমরা গর্বিত’। এখন সময় এসেছে, জাতীয় ঐক্য ও গণতন্ত্রের মন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের আলোকে একটি ন্যায্য, মানবিক ও প্রগতিশীল রাষ্ট্র বিনির্মাণে সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে। কারণ, এই আদর্শ কেবল ইতিহাসের নয়, এটি আমাদের ভবিষ্যতেরও দিশারী। আর এই আদর্শের ধারক ও বাহক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা অর্জন করতে পারি আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ।
লেখক : সাবেক সেনা কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষক।
বিডি প্রতিদিন/এমআই