যশোরে পৃথক ঘটনায় ছেলের হাতে বাবা ও ভাইয়ের হাতে ভাই খুন হয়েছেন। ভাই খুনের ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। গতকাল দুপুর ১২টার দিকে সদর উপজেলার ইছালী ইউনিয়নের যুগী মাঠপাড়ায় শহিদুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে কোদাল দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন তার আপন চাচাতো ভাইয়েরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ভর্তি হওয়ার কিছুক্ষণ পর মারা যান তিনি। যশোর কোতোয়ালি থানার ওসি (ভারপ্রাপ্ত) কাজী বাবুল হোসেন বলেন, জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রাসেল (২৫), বিল্লাল (৪৫) ও এখলাস (৪০) নামে তিনজনকে আটক করা হয়েছে। আটক তিনজন সম্পর্কে আপন ভাই এবং তারা নিহত শহিদুল ইসলামের আপন চাচাতো ভাই। ওসি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে গতকাল ভোররাতে চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামে শরিফুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিজের ছেলে মোহাম্মদ রবিনের (২১) হাতে খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকেই রবিন পলাতক রয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, সাহরির সময় রবিন ধারালো গাছি-দা দিয়ে তার বাবার মাথা ও ঘাড়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। তার মায়ের চিৎকারে প্রতিবেশীরা গিয়ে শরিফুলকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রতিবেশীরা জানায়, নিহত শরিফুল বর্তমানে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সংসার করছিলেন। ছেলে রবিনও সম্প্রতি দ্বিতীয় বিয়ে করেন। বেশ কিছুদিন ধরেই বাবা-ছেলের সংসারে বনিবনা হচ্ছিল না। যার পরিপ্রেক্ষিতে ১৫-১৬ দিনে আগে শরিফুল ইসলাম ছেলে রবিনকে পারিবারিকভাবে আলাদা করে দেন। নিহত শরিফুলের ভাই গোলাম মোস্তফা বলেন, আলাদা হওয়ার পর থেকে তারা ভালোই ছিলেন। হঠাৎ করে রবিন কেন এরকম করল, তারা বুঝতে পারছেন না। চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, পারিবারিক কলহের কারণেই এ হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।
শিরোনাম
- আগৈলঝাড়ায় বসুন্ধরা শুভসংঘের মাসব্যাপী মাদকবিরোধী প্রচারণা শুরু
- বিএনপি নেতার বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ
- মেঘনা-তিতাসে অষ্টমী গঙ্গাস্নানে উপচেপড়া ভিড়
- কসবায় যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ
- সিলেটে টাকা ধার না দেওয়ায় যুবক খুন
- চট্টগ্রামে জেলেদের জালে মিলল বৃদ্ধার লাশ
- মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদীর তীরে অষ্টমী স্নান উৎসব পালিত
- লাশের গন্ধে ভারী মিয়ানমারের সাগাইংয়ের বাতাস
- এই মেয়েরাই সামনের দিনেও আমাদের পথ দেখাবে (ভিডিও)
- ফিলিস্তিনি জনগণের প্রতি পাকিস্তান সেনা কমান্ডারদের অকুণ্ঠ সমর্থন
- থানা থেকে পালিয়েও শেষ রক্ষা হলো না তরুণের
- পদ্মা নদীতে বেড়াতে গিয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু
- অতিরিক্ত গরম ও হিটস্ট্রোক
- সাত দিনের মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ, আতঙ্কে ইউক্রেনীয়রা
- বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র ভেবে ভারতকে সামনে এগোতে হবে : এ্যানি
- আপনার প্রতি শেখ হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি : ড. ইউনূসকে বলেন মোদি
- খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই : খাদ্য উপদেষ্টা
- ভারতে ওয়াকফ সংশোধনী বিল পাসে জামায়াতের নিন্দা
- ফরিদপুরে চোরের হাতে প্রাণ গেল প্রবাসীর
- ইরানে হামলার হুমকি থেকে পিছু হটলেন ট্রাম্প, সরাসরি আলোচনার প্রস্তাব
যশোরে ছেলের হাতে বাবা, ভাইয়ের হাতে ভাই খুন
নিজস্ব প্রতিবেদক, যশোর
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর