রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড) এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এসইজেড) সমবায় সমিতি এবং শ্রমিক সংগঠনের কার্যক্রম সম্প্রসারণে বাংলাদেশের শ্রম আইন সংস্কারের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়াও শ্রমিকদের জন্য ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজ করার পাশাপাশি পোশাক শ্রমিকদের ন্যূনতম ন্যায্য মজুরি কার্যকর করার জন্য পরামর্শ দিয়েছে। বাংলাদেশের তৈরি পোশাকের শীর্ষ গন্তব্যগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র একটি উল্লেখ করে বলা হয়েছে, শ্রম মান এবং পরিবেশ সুরক্ষার দিক থেকে তুলনামূলক দুর্বল অবস্থানে রয়েছে। সরবরাহ ব্যবস্থার সহনশীলতার উপর ভিত্তি করে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি অফিসের (ইউএসটিআর) সবশেষ নীতিপত্রে বলা হয়েছে, গত এক দশকে শ্রমিক সুরক্ষামানের উন্নতির পরও বাংলাদেশের শ্রম আইন আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য করার জন্য ধারাবাহিকভাবে চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। বাণিজ্য ও বিনিয়োগ নীতিগত উদ্যোগের উপর ভিত্তি করে সরবরাহ ব্যবস্থায় সহনশীলতা বাড়ানোর জন্য ইউএসটিআর গত ৭ জানুয়ারি বাণিজ্য নীতি অভিযোজন : আজকের বৈশ্বিক চ্যালেঞ্জের প্রতিক্রিয়া শীর্ষক ছয়টি নীতিপত্র প্রকাশ করেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে ২০২৪ সালে ৭২০ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে যুক্তরাষ্ট্রে। নীতিপত্রে বলা হয়েছে, চীন, ভারত, ভিয়েতনাম, বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার শ্রম মান এবং পরিবেশগত সুরক্ষা দুর্বল। যুক্তরাষ্ট্র বিশ্বের যেসব দেশ থেকে তৈরি পোশাক আমদানি করে তার মধ্যে বাংলাদেশি পোশাকের দাম সবচেয়ে কম। যা পোশাক শিল্পের ন্যায্য প্রতিযোগিতা করার সক্ষমতাকে ক্ষুন্ন করে। প্রতিবেদনে বলা হয়েছে, অস্থিতিশীল, দুর্বল বা অকার্যকর শ্রম অধিকার এবং পরিবেশ সুরক্ষা লঙ্ঘন উৎপাদন খরচ কমাতে কৃত্রিমভাবে ভূমিকা রাখে। সামাজিক ও পরিবেশত স্থিতিশীলতা মানের লঙ্ঘন টেক্সটাইল এবং পোশাকখাতের কোম্পানিগুলোর সুনামও ক্ষুন্ন করে। এই দেশগুলোর কারখানায় নিরাপত্তাজনিত দুর্ঘটনার কারণে শ্রমিকদের মৃত্যু ঘটেছে। যেমন রাজধানী ঢাকার অদূরে সাভারের রানা প্লাজা ভবন ধসে ২০১৩ সালের ২৪ এপ্রিল ১ হাজার ১২৯ জন শ্রমিকের মৃত্যু হয়েছিল। আহত হয়েছে দুই হাজার পাঁচশর বেশি শ্রমিক। এছাড়াও তৈরি পোশাকখাতের শ্রমিকদের মধ্যে ৮০ শতাংশের বেশি নারী শ্রমিক। তারা প্রায়ই মৌলিক অধিকার লঙ্ঘনের কারণে লিঙ্গ বৈষম্য, শারীরিকভাবে নিপীড়ন এবং যৌন হয়রানির শিকার হন। প্রতিবেদনে শ্রমিকদের বিরুদ্ধে সহিংসতা ও হয়রানির সমস্যা, সতর্ক শ্রম চর্চা, সংগঠনের স্বাধীনতা, সমবায় সমিতি প্রতিষ্ঠার অধিকার এবং পোশাক শ্রমিকদের জন্য একটি ন্যায্য ও স্বচ্ছ ন্যূনতম মজুরী প্রক্রিয়া প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে। এতে আরো বলা হয়েছে, ইউএসটিআর এবং আন্ত:সংস্থা সহযোগীরা এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সংগঠনের স্বাধীনতা ও সমবায় প্রতিষ্ঠার অধিকার সম্প্রসারণ করার জন্য শ্রম আইন সংস্কার করে শ্রমিকদের জন্য ট্রেড ইউনিয়ন নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে বাংলাদেশকে আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে শ্রম অধিকার উন্নত করার জন্য বাণিজ্য সংস্থা, বেসরকারি উন্নয়ন সংস্থা, পোশাক কোম্পানি, ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ এবং শ্রমিকদের মত অংশীজনদের সঙ্গে কাজ করছে ইউএসটিআর। বিশ্বব্যাপী আনুমানিক ১০ শতাংশ গ্রিন হাউস গ্যাস নির্গতের জন্য দায়ী টেক্সটাইল এবং পোশাক শিল্প এবং এই শিল্পগুলো পানি দুষণেও উল্লেখযোগ্য ভাবে ভুৃমিকা পালন করে। ২০২৪ সালের ডিসেম্বরে প্রথমবারের মত বাংলাদেশের শ্রম এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো সেকশন ৩০১ এর অধীনে তদন্ত শুরু করেছে ইউএসটিআর।
শিরোনাম
- শরীরে একাধিক কোপ, ডোবা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
- অক্টোবরেই অচল ২৪ কোটি কম্পিউটার, বিকল্প কী?
- যৌন হেনস্তার অভিযোগে ‘স্কুইড গেম’ তারকার সাজা
- বিমসটেক শীর্ষ সম্মেলনে যেসব সিদ্ধান্ত গৃহীত
- মুক্তাগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
- মেক্সিকোতে প্রথম এইচ৫এন১ বার্ড ফ্লু রোগী শনাক্ত
- ধর্ষণের শিকার জমজ দুই বোনকে আইনি সহায়তা প্রদানের দায়িত্ব নিলেন তারেক রহমান
- ৩২৯টি উপজেলায় হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ
- ঈদের পঞ্চম দিনেও ‘দাগি’-‘জংলি’র দাপট অব্যাহত, আয় কত?
- আগৈলঝাড়ায় বসুন্ধরা শুভসংঘের মাসব্যাপী মাদকবিরোধী প্রচারণা শুরু
- বিএনপি নেতার বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ
- মেঘনা-তিতাসে অষ্টমী গঙ্গাস্নানে উপচেপড়া ভিড়
- কসবায় যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ
- সিলেটে টাকা ধার না দেওয়ায় যুবক খুন
- চট্টগ্রামে জেলেদের জালে মিলল বৃদ্ধার লাশ
- মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদীর তীরে অষ্টমী স্নান উৎসব পালিত
- লাশের গন্ধে ভারী মিয়ানমারের সাগাইংয়ের বাতাস
- এই মেয়েরাই সামনের দিনেও আমাদের পথ দেখাবে (ভিডিও)
- ফিলিস্তিনি জনগণের প্রতি পাকিস্তান সেনা কমান্ডারদের অকুণ্ঠ সমর্থন
- থানা থেকে পালিয়েও শেষ রক্ষা হলো না তরুণের
প্রকাশ:
০০:০০,
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
আপডেট:
০২:২১,
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
শ্রম আইন সংস্কারের আহ্বান যুক্তরাষ্ট্রের
শাহেদ আলী ইরশাদ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর