জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের ওপর হামলার ঘটনায় হামলাকারীদের পরিচয় নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। হামলাকারীদের মধ্যে শরীফ ও হিল্লোল নামে দুজনকে শনাক্ত করেছে জাতীয় বিপ্লবী পরিষদ। এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, হামলাকারী দুজন রাজধানীর শ্যামলী থেকে সমাবেশস্থলে এসেছিল।
হামলার প্রতিবাদে গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ। সমাবেশে সংগঠনের সভাপতি নুরুল হক নুর বলেন, হামলাকারীদের নিউজ কাভারেজের জন্য সারজিস আলম সাংবাদিকদের অনুরোধ করেছে। এ বিষয়ে তাকে জবাব দিতে হবে। গতকাল (শনিবার) থেকে তার সম্পৃক্ততার কথা আমরা শুনতে পাচ্ছি। সারজিসকে তার অবস্থান পরিষ্কার করতে হবে। তিনি আরও বলেন, সরকারের কোনো দায় নেই, তবে সারজিসের সঙ্গে হামলাকারীদের ছবি আছে। যদিও সারজিস ও ফারুকের বাড়ি উত্তরবঙ্গে, আশা করি, সারজিস এ ঘটনায় জড়িত না। হামলাকারীরা হাসপাতালে ক্যান্টিনের ব্যবসাও করছে।