প্রায় দুই বছর ধরে গোষ্ঠী সংঘাতে উত্তপ্ত ভারতের মণিপুর। সেখানে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর না-যাওয়া নিয়ে প্রায়ই কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন ভারতের বিরোধীরা। সেই আবহে উত্তর-পূর্ব ভারত সফরে যাচ্ছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও তার সফরসূচিতে নেই মণিপুর।
তিন দিনের উত্তর-পূর্ব সফরে যাচ্ছেন অমিত। সংবাদ সংস্থা পিটিআইকে কেন্দ্রীয় সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার রাতেই আসামের যোরহাটে পৌঁছাবেন অমিত শাহ। সেখান থেকে যাবেন গোলাঘাট জেলার দেড়গাঁওয়ে। জায়গাটি যোরহাটের ঠিক পাশেই। দেড়গাঁওয়ের লাচিত বারফুকান পুলিশ ব্যারাকে রাত্রিযাপন করবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। লাচিত বারফুকান পুলিশ ব্যারাকের প্রথম দফার সংস্কারের কাজ সম্প্রতিই শেষ হয়েছে। তার জন্য ব্যয় হয়েছে ১৬৭.৪ কোটি রুপি। শনিবার সকালে তারই উদ্বোধন করার কথা অমিত শাহের। একই সঙ্গে দ্বিতীয় পর্বের সংস্কার কাজের শিলান্যাসও করবেন। দ্বিতীয় পর্বের কাজের জন্য খরচ হবে ৪২৫.৪৮ কোটি টাকা।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, দেড়গাঁওয়ের কর্মসূচি শেষ করে অমিত শাহ রওনা দেবেন মিজোরামের উদ্দেশে। সম্প্রতি আসাম রাইফেলসকে মিজোরামের রাজধানী আইজল থেকে ১৫ কিলোমিটার দূরে জোখাওসাংয়ে স্থানান্তরিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। সেই সংক্রান্ত একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর। এর পর শনিবার সন্ধ্যাতেই তার ফিরে আসার কথা গুয়াহাটিতে। রাত্রিযাপন করার কথা সেখানেই। এর পর রবিবার সকালে শাহের যাওয়ার কথা অসমের কোকরাঝাড়ের দটমায়। সেখানে বোরোদের ছাত্র সংগঠনের ৫৭তম বার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার কথা তার। সেখানে উপস্থিত থাকার কথা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মারও।
বিডি প্রতিদিন/নাজমুল