২০২৪ সালে যুক্তরাজ্যে আশ্রয়ের জন্য আবেদন করেছেন ১ লাখ ৮ হাজার ১৩৮ জন, যা দেশটির ইতিহাসে এক বছরে সর্বোচ্চ। এর আগে ২০০২ সালে সর্বোচ্চ ১ লাখ ৩ হাজার ৮১ জন আবেদন করেছিলেন।
এর আগের বছর ২০২৩ সালে আবেদন করেছিলেন ৯১ হাজার ৮১১ জন, অর্থাৎ এক বছরে আবেদনের হার বেড়েছে ১৮%।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যে জানা গেছে, ২০২৪ সালে সর্বাধিক আবেদন এসেছে পাকিস্তান থেকে— ১০ হাজার ৫৪২ জন (মোট আবেদনের ৯.৭%)।
অভিবাসন ইস্যু ও রাজনৈতিক প্রভাব
একবিংশ শতকের শুরু থেকে অভিবাসন যুক্তরাজ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে। ২০০৯ সালে কনজারভেটিভ পার্টি ক্ষমতায় এসে অভিবাসন নিয়ন্ত্রণে নানা বিধিনিষেধ আরোপ করলেও আশ্রয়প্রার্থীদের সংখ্যা কমেনি।
২০২৪ সালের নির্বাচনে লেবার পার্টি জয়ী হয়ে ক্ষমতায় এসেছে এবং প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার অভিবাসন নীতিতে কঠোর হওয়ার ঘোষণা দিয়েছেন।
সরকারের অবস্থান
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ১ লাখ ২৪ হাজার ৮০২ জন আশ্রয়প্রার্থী এখনো সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। যুক্তরাজ্যের সীমান্ত সুরক্ষা ও অভিবাসনমন্ত্রী অ্যাঞ্জেলা ইগল জানিয়েছেন, "শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এবং বৈধ অভিবাসন নিয়ন্ত্রণের বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।"
সোর্স: এএফপি
বিডি প্রতিদিন/আশিক