কাঁচামাল আমদানির উচ্চমূল্য খেয়ে ফেলছে রপ্তানি লাভ। ফলে গত কয়েক বছর ধরে বাংলাদেশের তৈরি পোশাকের মূল্য সংযোজন ওঠানামা করছে, কিন্তু মহামারি করোনার আগের স্তরে পৌঁছাতে পারেনি বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা। রপ্তানিকারকররা মূলত কাঁচামাল আমদানি বৃদ্ধি বিশেষ করে সুতার আমদানি বেড়ে যাওয়াকে লাভ কমে যাওয়ার জন্য দায়ী করছেন। তারা বলেছেন, মহামারি পরবর্তী সময়ে স্থানীয় পর্যায়ে তৈরি পোশাকের দামও হ্রাস পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, ২০১২-১৩ অর্থবছর থেকে ২০১৮-১৯ অর্থবছর পর্যন্ত স্থানীয় পোশাক পণ্যের মূল্য সংযোজন প্রায় ৬০ শতাংশ থেকে ৬৪ শতাংশের মধ্যে স্থির ছিল। কিন্তু ২০২০ অর্থবছরে তা হ্রাস পেয়ে ৫৬.৪৯ শতাংশে এবং ২০২১ অর্থবছরে বৃদ্ধি পেয়ে ৫৯.১৩ শতাংশে উন্নীত হয়। তবে ২০২১-২২ অর্থবছরে এটি ৫৪ দশমিক ৩৮ শতাংশে নেমে যায়, ২০২২-২৩ এবং ২০২৩-২৪ অর্থবছরে বেড়ে যথাক্রমে ৫৮ দশমিক ১১ শতাংশ এবং ৬০ দশমিক ১৩ শতাংশ হয়। ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ ৩৬ দশমিক ১৩ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পোশাক রপ্তানি করেছে, যেখানে কাঁচামাল আমদানি বাবদ ব্যয় হয়েছে ১৪ দশমিক ৪০ বিলিয়ন ডলার। এতে করে মোট মূল্য সংযোজন দাঁড়িয়েছে ২১ দশমিক ৭২ বিলিয়ন ডলার বা ৬০ দশমিক ১৩ শতাংশ। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধে এ হার ৬০ দশমিক ০৯ শতাংশে স্থির ছিল। এ সময় তৈরি পোশাক খাতের নিট রপ্তানি আয় ছিল ১১ দশমিক ৯৪ বিলিয়ন ডলার, যেখানে মোট রপ্তানি ১৯ দশমিক ৮৮ বিলিয়ন ডলার এবং কাঁচামাল আমদানি ব্যয় ৭ দশমিক ৯৩ বিলিয়ন ডলার। তবে এটি এখনো মহামারির আগে ২০১৮-১৯ অর্থবছরের ৬৪ দশমিক ৩২ শতাংশ মূল্য সংযোজনের চেয়ে কম ছিল। বাংলাদেশ ব্যাংকের ত্রৈমাসিক প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংক শুধু কাঁচামাল আমদানির পরিবর্তে কাঁচা তুলা, সিনথেটিক/ভিসকোজ ফাইবার, সিনথেটিক/মিক্সড সুতা, তুলার সুতা, টেক্সটাইল ফ্যাব্রিক ও পোশাকের আনুষঙ্গিক উপকরণ) মূল মান বিবেচনা করছে, যা পরপর ঋণপত্রের (এলসি) মাধ্যমে আনা হয়েছিল। খাতসংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হলেও তুলা, পেট্রোকেমিক্যাল এবং রাসায়নিকসহ অধিকাংশ কাঁচামালের জন্য আমদানির ওপর নির্ভরশীল। নিটওয়্যার সাব-সেক্টরে সংযুক্তির পরিমাণ ওভেন সেগমেন্টের তুলনায় বেশি, কারণ প্রথমটি তার প্রয়োজনীয় কাঁচামালের ৮০ শতাংশ স্থানীয় বাজার থেকে সরবরাহ করে। অন্যদিকে, ওভেন প্রধানত আমদানিকৃত কাপড়ের ওপর নির্ভরশীল। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, স্থানীয়ভাবে তৈরি পোশাকের দাম বছরের পর বছর ধরে হ্রাস পাচ্ছে এবং আমদানির খরচ বাড়ছে। তারা এখন অনেক উচ্চমূল্য সংযোজিত পণ্য উৎপাদন করছে এবং এই পণ্য উৎপাদনের কারণে আমদানিকৃত কাঁচামালের ওপর তাদের নির্ভরতাও বৃদ্ধি পেয়েছে কারণ বাংলাদেশ প্রয়োজনীয় সব কাপড়, বিশেষ করে মানুষের তৈরি কাপড় উৎপাদন করে না। ফলস্বরূপ, তৈরি পোশাকের মূল্য সংযোজন এখনো বর্তমান অবস্থানে রয়েছে। অন্যথায়, মূল্য সংযোজনের হার অনেক কম হতো, কারণ কাঁচামালের দাম এবং উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে পোশাকের দাম বাড়েনি বলেও জানান এ রপ্তানিকারক। তিনি বলেন, নিটপণ্যের মূল্য সংযোজনের ওভেনের তুলনায় বেশি। নিটওয়্যার পণ্য প্রধানত দেশেই সুতা, উৎপাদন, বুনন এবং রং করার তৈরি করা হয় বলেও জানান তিনি। অন্যদিকে ওভেন পোশাকের ক্রেতারা কাপড় পছন্দ, ক্রয়, ওয়াশিং এবং নকশা তৃতীয় দেশ থেকে করতে চায় বলে জানান তিনি। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি ফারুক হাসান বলেন, গত বছর সুতার আমদানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা মূল্য সংযোজনের ওপর প্রভাব ফেলেছে। তিনি বলেন, নিটিং, ডাইং, ফিনিশিং, প্রিন্টিং এবং নকশার প্রক্রিয়ায় মূল্য সংযোজন বৃদ্ধি পেয়েছে, যদিও তা এখনো প্রয়োজনীয় স্তরে পৌঁছায়নি। বিজিএমইএর সাবেক সহসভাপতি আসিফ আশরাফ অবশ্য এ বিষয়ে ভিন্ন মত পোষণ করেন। তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে মূল্য সংযোজন কমেনি। গত বছর তুলা আমদানি হ্রাস পেয়েছে এবং সুতার আমদানি বৃদ্ধি পেয়েছে কারণ স্পিনাররা মূলত গ্যাসের ঘাটতির কারণে সুতা উৎপাদন করতে পারেনি। অন্যদিকে, ভারত আমাদের দেশে ডাম্পিং মূল্যে সুতা রপ্তানি করছে। তিনি আরও বলেন, সুতার আমদানি বৃদ্ধি পেলে মূল্য সংযোজন কমে যাবে। এ ছাড়াও পোশাক খাতের নেতারা উল্লেখ করেছেন, তুলাবিহীন বা মানবসৃষ্ট পোশাকের বিশ্বব্যাপী চাহিদা বৃদ্ধি পাচ্ছে, যেখানে বাংলাদেশ মূলত তুলাভিত্তিক পণ্য উৎপাদন করে। মানবসৃষ্ট ফাইবারভিত্তিক পোশাক উৎপাদনে বিনিয়োগ আকর্ষণ করার জন্য সরকারি নীতিসহায়তা প্রয়োজন, কেবল মূল্য সংযোজন বৃদ্ধি করার জন্য নয়, স্নাতকোত্তর চ্যালেঞ্জ মোকাবিলা করতে এবং প্রতিযোগিতামূলক থাকার জন্যও খাত সংশ্লিষ্টরা সরকারের কাছে অনুরোধ করেছেন। তারা বলেছেন, তুলাবহির্ভূত বা মানবসৃষ্ট কাপড় উৎপাদনের জন্য নগদ প্রণোদনাসহ প্রয়োজনীয় নীতিগত সহায়তা প্রদান এবং সেই সঙ্গে এ খাতে বিনিয়োগ আকর্ষণের জন্য স্বল্প সুদে ঋণ প্রদান করা হোক। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এর মতে, ২০২৪ সালে সুতা আমদানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গত বছর বাংলাদেশ বন্ডেড সুবিধার অধীনে ৬৮০.৪৩ মিলিয়ন কিলোগ্রাম সুতা আমদানি করেছে, যা ছিল ৩৯.১৬%। ২০২৩ সালের ৪৮৮.৯৬ মিলিয়ন কেজির তুলনায় শতাংশ বেশি। এ ছাড়াও, ২০২৪ সালে বোনা এবং বোনা কাপড়ের আমদানি যথাক্রমে ২০.০২ শতাংশ এবং ৩৮.৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
শিরোনাম
- থানা থেকে পালিয়েও শেষ রক্ষা হলো না তরুণের
- পদ্মা নদীতে বেড়াতে গিয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু
- অতিরিক্ত গরম ও হিটস্ট্রোক
- সাত দিনের মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ, আতঙ্কে ইউক্রেনীয়রা
- বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র ভেবে ভারতকে সামনে এগোতে হবে : এ্যানি
- আপনার প্রতি শেখ হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি : ড. ইউনূসকে বলেন মোদি
- খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই : খাদ্য উপদেষ্টা
- ভারতে ওয়াকফ সংশোধনী বিল পাসে জামায়াতের নিন্দা
- ফরিদপুরে চোরের হাতে প্রাণ গেল প্রবাসীর
- ইরানে হামলার হুমকি থেকে পিছু হটলেন ট্রাম্প, সরাসরি আলোচনার প্রস্তাব
- চার বিভাগে বৃষ্টি হলেও তাপপ্রবাহ থাকবে অব্যাহত
- কোনো স্থানেই ময়লা পোড়ানো যাবে না : পরিবেশ উপদেষ্টা
- যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা
- মুখের গড়ন বুঝে হতে হবে হেয়ার কাট
- অভিনেতাসহ গ্রেপ্তার ১১, তুরস্কে বয়কট আন্দোলন
- ভাঙ্গায় কিশোর ও গৃহবধূর লাশ উদ্ধার
- গরমে মেকআপ যেন না গলে
- কিশোরগঞ্জে অষ্টমী স্নানে লাখো পুণ্যার্থীর ঢল
- পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবালো নিউজিল্যান্ড
- বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের সেমি-ফাইনাল অনুষ্ঠিত
প্রকাশ:
০০:০০, মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
আপডেট:
০১:৩৪, মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
তৈরি পোশাকের মূল্য সংযোজন কমেছে
শাহেদ আলী ইরশাদ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর