বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) ২০২৫-২০২৭ মেয়াদে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১০ মে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় বিকেএমইএর প্রধান কার্যালয় এবং ঢাকা অফিসে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বিকেএমইএ নির্বাচন বোর্ডের চেয়ারম্যান শফিউল্লাহ চৌধুরী সম্প্রতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। এ নির্বাচন বাণিজ্য সংস্থার গণতন্ত্রায়নে সহায়তা করবে বলে সদস্যরা আশাবাদ ব্যক্ত করেন। ১৯৯৪ সালের ট্রেড অর্গানাইজেশন রুলস এবং বিকেএমইএ স্মারকলিপি এবং সংস্থার ধারা ১৩ (২) অনুসারে, নির্বাচনে ৩৫ জন পরিচালক নির্বাচন করা হবে। তাদের মধ্য থেকে সভাপতি, নির্বাহী সভাপতি এবং সাতজন সহসভাপতিসহ ৯ জন কর্মকর্তা নির্বাচিত হবেন। তফসিল অনুসারে, ১৩ মার্চ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং ২৫ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন কমিশন ১৬ এপ্রিল প্রার্থী তালিকা প্রকাশ করবে এবং প্রার্থীরা ১৯ এপ্রিল বিকাল ৩টার মধ্যে প্রত্যাহার করতে পারবেন। একই দিন বিকাল ৫টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
ভোটাররা ২০ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত তাদের ভোটার পরিচয়পত্র সংগ্রহ করতে পারবেন। ১০ মে ভোট গ্রহণের পর প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে। ১৪ মে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। কর্মকর্তা নির্বাচনের ভোট ১৫ মে এবং ফলাফল ১৭ মে প্রকাশ হবে। ২০১০ সালের ২২ জুলাই বিকেএমইএর নেতৃত্ব নেন সেলিম ওসমান। তারপর থেকে সংগঠনটি কোনো প্রতিযোগিতামূলক নির্বাচন আয়োজন করেনি, যদিও প্রতিটি কমিটি গঠনের আগে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সবাই নির্বাচিত হয়েছে এক প্যানেল থেকে। ২০২৪ সালের ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার উৎখাত হওয়ার পর সেলিম পদত্যাগ করেন। পরে এমবি নিট ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাতেমকে নতুন সভাপতির দায়িত্ব দেওয়া হয়।