জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কোনো একটি দলকে ক্ষমতায় বসানোর জন্য যদি সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন চাপিয়ে দেওয়া হয়, তা মেনে নেওয়া হবে না। অন্যদিকে ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসনের জন্য নানা ধরনের পাঁয়তারা চলছে। এসব কিছু প্রতিহত করে ’২৪-এর গণ অভ্যুত্থানের আকাক্সক্ষা নিয়ে জাতীয় নাগরিক পার্টি এগিয়ে যাবে। গতকাল সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীরশহীদদের প্রতি শ্রদ্ধানিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ’৭১ এবং ’২৪ আলাদা কিছু নয়। বরং ’২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ’৭১-এর স্পিরিট পুনরুজ্জীবিত হয়েছে। সেটা ৫৪ বছরে অর্জিত হতে পারেনি বিধায় একটা ফ্যাসিজম ১৫ বছর ধরে বাংলাদেশে চেপে বসেছিল। ফলে ’৭১-এ যে সাম্যের কথা বলা হয়েছিল, ’২৪-এ কিন্তু আমরা সেই বৈষম্যহীন সমাজের কথাই বলেছি। ফলে যারা এটাকে পরস্পরবিরোধী বা মুখোমুখি দাঁড় করাচ্ছে, তাদের উদ্দেশ্য অসৎ এবং আমরা মনে করি ’২৪-এর গণ অভ্যুত্থান, ছাত্র-জনতার বিজয় প্রকৃতভাবে উপলব্ধি করতে পারেনি। তিনি বলেন, আমাদের জাতীয় নাগরিক পার্টির দাবি বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচন। আমরা মনে করি, এ পথে গেলেই গণতন্ত্রের পথে জাতির উত্তরণ ঘটবে। সংস্কার এবং বিচারবিহীন যদি নির্বাচন দেওয়া হয় এবং কোনো একটি দলকে ক্ষমতায় বসানোর জন্যই নির্বাচন চাপিয়ে দেওয়া হয়, তা অবশ্যই মেনে নেওয়া হবে না। আমরা দেখতে পাচ্ছি পুরোনো সংবিধান, বন্দোবস্ত এবং ব্যবস্থা আঁকড়ে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে বর্তমানে ফাটল ধরেছে কি না-এমন প্রশ্নের উত্তরে এনসিপির আহ্বায়ক বলেন, আমরা মনে করি না জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে। ভিন্নমত এবং ভিন্ন লক্ষ্য থাকার পরও জাতীয় ঐক্যের যে সুযোগ ও পাটাতন তৈরি হয়েছে আমরা এখনো সে পাটাতনেই আছি। কিন্তু এখন হয়তো বিভিন্ন দলের অ্যাজেন্ডা আলাদা হচ্ছে। কিন্তু আমরা যদি ’২৪-এর গণ অভ্যুত্থানের আকাক্সক্ষা বাস্তবায়ন করতে চাই, দেশের স্বার্থ রক্ষা করতে চাই তাহলে আমাদের একই পাটাতনে থেকে সামনে এগোতে হবে।
শিরোনাম
- কুমিল্লায় মসজিদ কমিটির সেক্রেটারিকে হত্যার ঘটনায় গ্রেফতার ২
- বরগুনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনির গ্রেফতার
- সেচ পাম্পে গোসল করতে যাওয়ায় কিশোরকে পিটিয়ে হত্যা
- আওয়ামী লীগের টাকার লোভে না পড়তে দলীয় নেতাদের হুঁশিয়ারি শামা ওবায়েদের
- ফ্যাসিবাদ পুনর্বাসনের প্রচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না : গোলাম পরওয়ার
- কালশী ফ্লাইওভারে গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, দুই যুবক নিহত
- মিয়ানমারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত
- দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
- হাসিনার এক মন্তব্যে সংকটে মাদারগঞ্জের সমবায় সমিতি
- এখনো ফাঁকা বন্দরনগরী
- ৫ মিলিয়ন ডলারের ‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করলেন ট্রাম্প
- ঐশ্বরিয়া আমার মেয়ে নয়, কেবল ছেলের বউ : জয়া বচ্চন
- মাদকসহ এয়ারপোর্টে আটক কানাডার অধিনায়ক
- ‘প্রয়োজনে জোটগতভাবে নির্বাচন করবে এনসিপি’
- ট্রাম্পের শুল্ক বৃদ্ধিতে আইফোনের দাম হতে পারে ৩ লাখ টাকা
- পর্দায় নয়, এবার সত্যিই বিয়ে করলেন শামীম হাসান সরকার
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
- বগুড়ার কথিত মিনি জাফলং: স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীর প্রাণহানি
- তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনা, একজন নিহত
- তুরস্ক–গ্রিস উপকূলে পৃথক নৌকাডুবিতে ১৬ জনের প্রাণহানি
নাহিদ ইসলাম
সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন মেনে নেওয়া হবে না
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর