বলিউডের অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তী সংগীতশিল্পী অভিজিৎ ভট্টাচার্য। সম্প্রতি সৃজিত মুখার্জির ‘কিলবিল সোসাইটি’র জন্য একটি গান রেকর্ড করেছেন গায়ক। এরপর এক সাক্ষাৎকারে জানান, ‘সম্মান প্রাপ্য, চাইতে হবে কেন?’
অভিজিৎ ভট্টাচার্য বলেন, ‘আমি আর সৃজিত দু’জনেই চাই ভালো কাজ করতে। এদিকে র্যাপকে গান বলতে চান না অভিজিৎ। তার মতে, ‘এটা কখনও মিউজিকের অংশ হতে পারে না।’ তিনি এটাও স্পষ্ট করেন যে, র্যাপ নিয়ে বেশি আলোচনা করতেই তিনি চান না।
‘ম্যায় হুঁ না’ রিলিজের পর সংগীতশিল্পীদের প্রাপ্য সম্মান না দেওয়া নিয়ে সোচ্চার হয়েছিলেন। এখন কি গায়কদের কদর করে বলিউড? অভিজিতের উত্তর, ‘সেটা আমি বলতে পারব না। আমি কোনও দিন বলিউডের লোক ছিলাম না। আর সম্মান তো প্রাপ্য, চেয়ে নিতে হবে কেন? সেই জন্য আমি আর গাই না।’
এখনও কি নিয়মিত রেওয়াজ করেন? এমন প্রশ্নে গায়ক বলেন, ‘আমরা তো উস্তাদ নই। কিন্তু চেষ্টা করি গলার স্বর যাতে মখমলের মতো থাকে। আমি চাই গলায় যেন রোম্যান্টিকতা জড়িয়ে থাকে। তাই গলা খুব সামলে রাখতে হয়। রেওয়াজ করি, যখন আমি ফ্রি থাকি। অনেক সময়ে গাড়িতে তানপুরা নিয়ে রেওয়াজ করে নিই।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ