প্রতিবারের মতো এবারও ভিন্ন আঙ্গিকের উপস্থাপনায় রকমারি আয়োজন নিয়ে সাজানো হয়েছে ভালোবাসার বিশেষ পাঁচফোড়ন। এবারের পাঁচফোড়নে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন ছোট পর্দার অভিনয়শিল্পী তারকা দম্পতি এফ এস নাঈম ও নাদিয়া আহমেদ। এবারের পাঁচফোড়নে মূল গান রয়েছে দুটি। গীতিকার কবির বকুলের কথায় ফাল্গুনের রং ছড়ানো আর একটি ভালোবাসার গান গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন। আরেকটি দ্বৈত সংগীত গেয়েছেন শিল্পী কমল ও তানজিনা রুমা। গানটির কথা লিখেছেন গীতিকবি মনিরুজ্জামান পলাশ, সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ। এ ছাড়াও রয়েছে ভালোবাসার ওপর একটি চমৎকার মিউজিক্যাল পুঁথি। এতে অংশগ্রহণ করেছেন প্রায় অর্ধশত শিল্পী। রয়েছে ভালোবাসার ওপর বিভিন্ন আঙ্গিকে মজাদার কিছু নাট্যাংশ। অভিনয় করেছেন পাঁচফোড়নের নিয়মিত শিল্পীরা। অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচারিত হবে ১৩ ফেব্রুয়ারি রাত ৭টা ৫০ মিনিটে।