নায়িকা ফারিন খান এখন নাটকে পুরোপুরি ব্যস্ত। গেল বছরের শুরু থেকেই নাটক নিয়েই তার ধ্যানজ্ঞান। অভিনয় দিয়ে দর্শকদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন ক্রমাগত। চলতি বছরের শুরুটাও দারুণ হলো অভিনেত্রী ফারিন খানের। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ‘মনের মাঝে তুমি’ নাটক। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান। কাজটি নিয়ে বেশ উচ্ছ্বসিত অভিনেত্রী। এদিকে গেল ডিসেম্বরে মুক্তি পেয়েছে তার অভিনীত পাঁচ নাটক। চলতি মাসে মুক্তি পেয়েছে একটি নাটক। সংখ্যায় কম হলেও নাটকের মানের কথা চিন্তা করেই নতুন কাজে হাত দিচ্ছেন এ অভিনেত্রী। ফারিন বলেন, ‘২০২৫ সাল খুব প্ল্যান করে গোছালো কাজ করে যেতে চাই। এ বছর কোনো ধরনের ঝুঁকি নিতে চাই না। সে অনুযায়ী বেছে বেছে করছি। আমার মনে হয়, বেশি কাজ করার চেয়ে মানসম্মত কম কাজ করা ভালো। কোয়ালিটি ধরে রেখে ছয় মাসে একটি কাজ হলেও আমার কোনো সমস্যা নেই।’