দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের পতন দেখা গেছে। একই সঙ্গে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন ১৩৫ কোটি টাকার কমেছে। এদিকে আগের দিনের মতো গতকালও সিংহভাগ সিকিউরিটিজের দর অপরিবর্তিত থাকতে দেখা গেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত পতনের ধারা অব্যাহত ছিল। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ৪৮ পয়েন্ট বা শূন্য দশমিক ২০ শতাংশ কমে ছয় হাজার ২২৬ দশমিক ৫০ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৩ দশমিক ৫০ পয়েন্ট বা শূন্য দশমিক ২৫ শতাংশ কমে এক হাজার ৩৬৩ দশমিক ৩১ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ২ দশমিক ৩১ পয়েন্ট বা দশমিক ১০ শতাংশ কমে দুই হাজার ১৯৯ দশমিক ৪৬ পয়েন্টে অবস্থান করে।
ডিএসইতে লেনদেন হয় ৩২২ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৫৬ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এদিন ৪ কোটি ৬ লাখ ৫১ হাজার ৫১৯টি শেয়ার ৮১ হাজার ২৭৮ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩১৪ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত ছিল ২৩৫টির দর।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ১২ দশমিক ০৩ পয়েন্ট কমে ১১ হাজার ১৫ দশমিক ৩৯ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ২০ দশমিক ১৫ পয়েন্ট কমে ১৮ হাজার ৩৮৩ দশমিক ৯৩ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ১৩২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১২টির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত ছিল ৭৬টির দর। গতকাল সিএসইতে লেনদেন হয়েছে ৮ কোটি ৪০ লাখ টাকার এবং আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭ কোটি ২০ লাখ টাকার।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ