দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে এডনক বিজনেস মিট।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বনানীর হোটেলে শেরাটন-এ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে এডনক লুব্রিকেন্টস এর অংশীদার, ডিলার, ডিসট্রিবিউটর এবং ইন্ডাস্ট্রির ব্যবহারকারীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সেরা ৩ জন বিজনেস পার্টনারকে বিজনেস অ্যাওয়ার্ড ২০২২ দেয়া হয়। এর সঙ্গে ২০২৩ এর কর্মপন্থাও উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণফুলী অটোমোবাইলসের ম্যানেজিং ডিরেক্টর হামদান হোসেন চৌধুরী, কর্ণফুলী অটোমোবাইলস কোর্ডিনেটর আরাজ চৌধুরী। এছাড়াও আরব আমিরাত এডনক ডিসট্রিবিউশনের রঞ্জন কুমার গুহ ও রেজিশ আর. পিল্লাইসহ কর্ণফুলী গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এতে স্বাগত বক্তব্য রাখেন কর্ণফুলী অটোমোবাইলসের হেড অব বিজনেস মো. মারুফুল ইসলাম রায়হান।
অনুষ্ঠান শেষে এক জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত/নাহিদ