জ্বালানি সংকট নিরসন আর বিদ্যুতের খরচ কমাতে ২০ বছর মেয়াদি ওপেক্স সোলার সিস্টেম চালু করেছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটড (ডেসকো)।
মঙ্গলবার সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার কে ব্লকের মদিনাতুল উলুম মাদ্রাসায় এ প্রকল্পের উদ্বোধন করেন ডেসকোর নির্বাহী পরিচালক খন্দকার জহিরুল ইসলাম। মাদ্রাসার ছাদে স্থাপন করা হয় সোলার প্ল্যান্ট। এসময় আরও উপস্থিত ছিলেন ডেসকোর নির্বাহী পরিচালক (অপারেশন) প্রকৌ. জাকির হোসেন, ডেসকোর প্রধান প্রকৌশলী এসএন্ডডি অপারেশন (সাউথ জোন) মফিজুল ইসলাম ভুঁইয়া, ডেসকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বারিধারা সার্কেল) মোহাম্মদ সায়েদুর রহমান, বি ও বি বিভাগ বারিধারার নির্বাহী প্রকৌশলী নাসির উদ্দিন মিঞা, বি ও বি বিভাগ বসুন্ধরার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম এবং মদিনাতুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম প্রমুখ।
ডেসকো জানায়, এতে প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন মূল্য হবে সাড়ে ৪ টাকা। প্রকল্পের ব্যয় ৫ লাখ টাকা। পে-ব্যাক পিরিয়ড হবে ৭ বছর। এর ফলে মাসিক বিলের চেয়ে কম মূল্যে বিদ্যুৎ কিনতে পরবে ক্রেতারা। ডেসকো এলাকায় আরও ৪টি এ ধরনের প্রকল্প চালুর কথা জানায় কর্তৃপক্ষ।