সেরা বার্ষিক প্রতিবেদন ২০২১ উপস্থাপনের জন্য সম্প্রতি দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ(আইসিএবি) এর ২২তম জাতীয় পুরস্কারে ভূষিত হলো বিএটি বাংলাদেশ। এ নিয়ে ৭ম বারের মত এ স্বীকৃতি পেলো প্রতিষ্ঠানটি।
এ বছর প্রতিষ্ঠানটি তিনটি ক্যাটাগরিতে এই মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছে; যথাক্রমে ম্যানুফ্যাকচারিং–এ প্রথম স্থান, ইন্টিগ্রেটেড রিপোর্টিং-এ যৌথভাবে দ্বিতীয় স্থান এবং কর্পোরেট গভর্নেন্স ডিসক্লোজার-এ যৌথভাবে তৃতীয় স্থান দখল করেছে। ‘কাউন্সিল আইসিএবি’ এর ‘পাবলিশড অ্যাকাউন্টস অ্যান্ড রিপোর্টস’ এর পর্যালোচনা কমিটির স্বাধীন মূল্যায়ন এবং জুরি বোর্ডের যথাযথ সুপারিশের ভিত্তিতে পুরস্কারগুলি প্রদান করা হয়।
শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, চেয়ারম্যান, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং মোহাম্মদ মুসলিম চৌধুরী, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বাংলাদেশ।
বিএটি বাংলাদেশের পক্ষ থেকে গোলাম মঈন উদ্দীন, চেয়ারম্যান, মুবিনা আসাফ, হেড অফ লিগ্যাল অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স, আমান মুস্তাফিজ, হেড অফ ফাইন্যান্স, কে এইচ মাসুদ সিদ্দিকী, স্বতন্ত্র পরিচালক, মোঃ আজিজুর রহমান, হেড অফ পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড কোম্পানি সেক্রেটারি এবং কামরুল হাসান, অ্যাসিস্ট্যান্ট কোম্পানি সেক্রেটারি উক্ত অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।
একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসাবে বিএটি বাংলাদেশ তাদের দৃষ্টান্তমূলক নীতি গ্রহণের জন্য সুপরিচিত। বিএটি বাংলাদেশ ব্যবসার প্রতিটি ধাপে প্রাতিষ্ঠানিক সুশাসন, স্বচ্ছতা এবং স্টেকহোল্ডারদের স্বার্থ নিশ্চিত করে এ দেশে প্রচলিত আইন মেনে সুনামের সাথে গত ১১২বছর ধরে এ ভূখণ্ডে ব্যবসায় পরিচালনা করে আসছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন