‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’এ প্রতিপাদ্য বিষয় নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।
আজ শনিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে পৌর শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে এনজিও প্রতিনিধি, নারী উদ্যোক্তাসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পরে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লেডিস ক্লাবের সভাপতি সুমাইয়া ফাহিমুন এমা। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আখতার। সবশেষে রানী বেগম এক নামে নারীকে সম্মাননা প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ