নারায়ণগঞ্জ থেকে ২ হাজার ৭০০ কেজি সুতাসহ চুরি হওয়া একটি কনটেইনার ট্রাক মুন্সিগঞ্জে জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত ৩ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে লৌহজংয়ের হলদিয়া থেকে ট্রাক ও ছিনতাইকারীদের আটক করা হয়।
আটককৃতরা হলেন শরীয়তপুরের জাজিরার আ. রহমান, গলাচিপার মো. মনির গাজি ও মুন্সিগঞ্জের শ্রীনগরের আকাশ শেখ (২১)।
লৌহজং থানা পুলিশের উপ-পরিদর্শক সালমা বেগম জানান, বুধবার রাতে গাজীপুর থেকে ২ হাজার ৭০০ কেজি ওয়েস্ট গুঁড়া সুতা নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয় কনটেইনারটি। রাত ১২টার দিকে নারায়ণগঞ্জের পঞ্চবটি এলাকায় পৌঁছে মালামাল আনলোডের জন্য পার্কিংয়ে রাখা হয়। সেখান থেকে চালকের অনুপস্থিতিতে চক্রটি সুতাসহ কনটেইনারটি চুরি করে।
সকালে লৌহজংয়ের হলদিয়া ইউনিয়নের জাগরণী মাঠের সামনে গাড়িটি একটি বট গাছের সঙ্গে ধাক্কা খেলে স্থানীয়রা ছুটে আসে। এসময় গাড়িতে থাকা তিন ব্যক্তিকে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। পরে পুলিশ এসে কনটেইনার চুরির বিষয়টি নিশ্চিত হয় এবং তিনজনকে আটক করে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে লৌহজং থানা পুলিশ।
বিডিপ্রতিদিন/কবিরুল