চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে কর্ণফুলী থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-কর্ণফুলী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর বাদশা (৪২) ও শিকলবাহা ইউনিয়ন যুবলীগ নেতা মোহাম্মদ মামুন (৩৫)।
শনিবার কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজিম