তারুণ্যের উৎসব ঘিরে ‘৩৬ জুলাই শহিদদের স্মরণে’ নীলফামারীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে জেলা স্টেডিয়ামে। এই কর্মসূচির আয়োজন করে পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
নীলফামারী পৌরসভার প্রশাসক সাইদুল ইসলাম, পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন, বন বিভাগ নীলফামারীর ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম, জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলা কমিটির সদস্য সচিব আলিফ সিদ্দিকী প্রান্তর এসময় উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-প্রতিপাদ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় জেলা প্রশাসনের সহযোগীতায়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ