দেশের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু ও এক সেনা সদস্যসহ ১৩ জন নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
গাজীপুর : গাজীপুরের যোগীতলা এলাকায় গতকাল রাতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- কুড়িগ্রামের মাহাবুর রহমান বাবু (৪০) এবং ওবাইদুল হক (৪৭)।
সিরাজগঞ্জ : রায়গঞ্জে ট্রাক ও অটোভ্যানের সংঘর্ষে শিশুসহ দুজন নিহত ও পাঁচ যাত্রী আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জের ভুইয়াগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- উল্লাপাড়ার মেরাজুল ইসলাম (১২) ও সলঙ্গার সুশান্ত কুমার সাহা (৫৫)।
পাবনা : মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী দুই বন্ধু শুক্রবার রাতে মারা গেছেন। তারা ঢাকার একটি বেসরকারি হাসপাতাল ও রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন। ঈদের দিন বিকালে বেড়াতে বের হয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তারা আহত হয়েছিলেন। নিহতরা হলেন- গাইবান্ধা সদরের নয়ন হোসেন (১৭) ও পাবনার ঈশ্বরদী উপজেলার হৃদয় হোসেন (১৭)। তারা দাশুড়িয়া দরগা বাজার উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।
চট্টগ্রাম : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছড়া বাজারের মুচি পোল এলাকায় শুক্রবার বিকালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সীমান্ত দেবনাথ (২৬) নামের এক মেকানিক নিহত হন। সীমান্ত উপজেলার কাটাছরা ইউনিয়নের বাসিন্দা। অপরদিকে রাত ৮টার দিকে মহাসড়কের বড়তাকিয়া ইউটার্ন এলাকায় বাসচাপায় অটোরিকশায় থাকা সাদিয়া ইয়াসমিন জুথি নামের এক তরুণী নিহত হন।
শরীয়তপুর : গতকাল দুপুরে সদর উপজেলার বালারবাজার সুবচনী সড়কে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় আল মামুন (৩০) নামের এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে। মামুনের ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নে। তিনি দীঘিনালা সেনানিবাসে সৈনিক পদে কর্মরত ছিলেন।
ময়মনসিংহ : ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে ময়মনসিংহের মুক্তাগাছায় অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে মিল্লাত হোসেন মিল্লাত (৩৩) এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল দুপুরে মুক্তাগাছা-জামালপুর সড়কে রায়থোরা এরাচতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামে।
পটুয়াখালী : রেশনের মালামাল নিয়ে বাড়ি ফেরার পথে বাস চাপায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী জাহাঙ্গীর আলম (৫০) নামে এক আনসার কমান্ডার। পটুয়াখালী-বরিশাল মহাসড়কের বদরপুরে গতকাল সকালে এই দুর্ঘটনা ঘটে।
ভালুকা (ময়মনসিংহ) : ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন- উপজেলার মোফাজ্জল হোসেন খান (৮৪) ও টাঙ্গাইলের রুবেল (৩০)।