প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীর রাউজান উপজেলার আইডিএফ স্টেশন সংলগ্ন এলাকা থেকে গতকাল একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। এটির ওজন ১২ কেজি, দৈর্ঘ্য প্রায় ৪ ফুট এবং প্রস্থ ২৮ ইঞ্চি। পচন শুরু হওয়ায় এটিকে মাটি চাপা দিয়েছে উপজেলা মৎস্য কার্যালয়ের কর্মী ও স্বেচ্ছাসেবকেরা। এটি হালদা নদী থেকে উদ্ধারকৃত ৪৪তম ডলফিন। এর আগে সর্বশেষ গত বছরের ১৮ ডিসেম্বর প্রায় ১৩ কেজি ওজনের আরেকটি মৃত ডলফিন উদ্ধার হয়েছিল।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হালদা রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক ও চবির প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, হালদা নদী থেকে উদ্ধার এই মৃত ডলফিনটি ৪৪তম ডলফিন। ডলফিনটির গায়ে কয়েকটি আঘাতের চিহ্নও পাওয়া গেছে, ফলে ধারণা করা হচ্ছে ধারালো শক্ত কিছুর সঙ্গে ধাক্কা লেগে আঘাতপ্রাপ্ত হয়ে ডলফিনটি মারা যেতে পারে। মৃত্যুর কারণ সম্পর্কে আরও বিস্তারিত পর্যালোচনা ও কারণ অনুসন্ধান করে প্রকৃত কারণ জানা যাবে। আর পচন শুরু হওয়ায় ডলফিনটিকে মাটিচাপা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।