চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নগরের বিভিন্ন থানা পুলিশের বিশেষ অভিযানে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী, সহযোগী ও অস্ত্রধারী সন্ত্রাসীসহ ১৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এ অভিযান পরিচালনা করে।
সিএমপি সূত্রে জানা যায়, শনিবার রাত ১২টা থেকে রবিবার রাত ১২টা পর্যন্ত সময়ে নগরের কোতোয়ালী, চকবাজার, বাকলিয়া, সদরঘাট, পাঁচলাইশ, চান্দগাঁও, বায়েজিদ বোস্তামী, হালিশহর, পাহাড়তলী, আকবরশাহ, ডবলমুরিং, ইপিজেড ও কর্ণফুলী থানা এলাকায় অভিযান চালানো হয়।
সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন বলেন, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/এএম