চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও দলটির অঙ্গসহযোগী সংগঠনের আরও ২১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত থেকে শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় বলে রবিবার সকালে এক বিজ্ঞপিততে জানিয়েছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় এক বা একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- নূর মোহাম্মদ (৪১), আবদুল আলী বাদশা (১৯), মো. রাসেল, মো. মোশারফ হোসেন (৩৫), রানা কান্তি দেব (২৫), মো. সাগর মিয়া (২৩), মাসুমের রহমান (৩২), মো. আব্দুল মাবুদ (২৬), মো. শাওন আহমেদ (২৮), সুমন দাশ (৩৯), মো. সোলাইমান (৩৫), মো. ফারুক (৩৩), মো. আসলাম (৪৫), মো. আবুল কালাম রাজন, মো. জুয়েল (২৯), ইশা আক্তার (৩০), মো. মিজানুর রহমান (৩১), মো. আলমগীর (৪৫), মো. ইব্রাহিম (৫০), মো. জাহিদুল ইসলাম (২১) ও আহম্মদ নুর (৪৯)।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন